আপনার পছন্দের ভাষা বেছে নিন
রাতটুকু থাক রাঙাবাবু। ভোরে উঠে যাবি। তোর জন্য ভাত রেঁধেছি। তুই পোস্ত, মুসুর ডাল, ডিমভাজা খেতে ভালোবাসিস তো? আমি তাই রেঁধেছি। দ্যাখ আজ পূর্ণিমা। বড় চাঁদ উঠেছে। ভাত খেয়ে বেরোব দুজন। আলো আর হিমেল হাওয়ায় ...
প্রদীপ ঘটক, পিতা দীঁনবন্ধু ঘটক, মাতা- সন্ধ্যারানী ঘটক। গ্রাম- খাঁপুর, পোঃ- মালডাঙ্গা, জেলা- বর্ধমান। এক প্রান্তবর্তী গ্রামের বাসিন্দা। সাধারণভাবে অনুগল্প লিখি। প্রথমে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির থেকে উচ্চমাধ্যমিক, কাটোয়া কলেজ থেকে স্নাতক এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। বর্তমানে প্রাইভেট টিউশন আমার জীবিকা। অবসর সময়ে লেখা আমার হবি। এখনও অকৃতদার।
<p>প্রদীপ ঘটক, পিতা দীঁনবন্ধু ঘটক, মাতা- সন্ধ্যারানী ঘটক। গ্রাম- খাঁপুর, পোঃ- মালডাঙ্গা, জেলা- বর্ধমান। এক প্রান্তবর্তী গ্রামের বাসিন্দা। সাধারণভাবে অনুগল্প লিখি। প্রথমে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির থেকে উচ্চমাধ্যমিক, কাটোয়া কলেজ থেকে স্নাতক এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। বর্তমানে প্রাইভেট টিউশন আমার জীবিকা। অবসর সময়ে লেখা আমার হবি। এখনও অকৃতদার।</p>
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়