কবি ও কাঙাল। কবিতা ( বা অন্য লেখা-ও) লিখতে বসার পেছনে একটাই দায় বুঝি।"প্রাণের বিরাট,বিপুল দায়” ( প্রেমেন্দ্র মিত্র)। যশ, অর্থ ( অমুকবাজারপত্রিকায় একটা printed কবিতা মানে সাড়ে সাতশো ঈলিশ), স্তাবকবৃন্দ, কোন্ বইয়ের স্টলে আমার বই পাওয়া যাবে কলকাতা বইমেলায় ---- এসব কিচ্ছু নয়। জোর দিয়ে বলছি।
আর বুঝি, (পশুদের মধ্যে....)"একমাত্র মানুষের মুখেই জীবনের বিচিত্র রুপ খোদিত"( দী.কু.সা)।
আমার কবিতা dark, অনেক সময়ই dark । তার একটাই কারণ : " আমরা তো তিমিরবিনাশী"। তবে হ্যাঁ, আমি "গন্ডীবদ্ধ জীব" ( আমার এক সমালোচকের ভাষায়)। ভগবান করুন, তাই যেন থাকতে পারি। মহাশূণ্যে পর্যটন ক'রে এসে দেখলাম, আমার মাটির বাড়ি দখল ক'রে পার্টি অফিস কিংবা ক্লাবঘর বসেছে - সে ভারী মুশকিল হবে ; সহ্য করতে পারবো না।
সবশেষে আর একটা মাত্র কথা৷ আমার কবিতা-সংগ্রহের নামটা, খেয়াল রাখবেন পাঠক, "একগুচ্ছ ধুতরো ফুল"।
আমাকে তাতে বুঝতে সুবিধা হ'তে পারে।
নমস্কার। বড়দের প্রণাম। আর সবাই যারা "প্রতিলিপি"-র সাথে কোনো না কোনো ভাবে যুক্ত, তাদের/তাঁদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।