সকাল থেকেই আকাশ টা মেঘলা করে আছে, বৃষ্টি নামবে মনেহয়। শ্রীময়ী বিছানায় শুয়ে আছে। ঘড়িতে প্রায় 10টা বাজে আজকে অফিসে যাবেনা সে, মনমেজাজ খুব খারাপ। চোখের জলে বালিশ প্রায় ভেজা। সত্যিই বাঁচার আর কোনো উদ্দেশ্য রইলোনা... মোবাইলটা আবার খুলে দেখলো শ্রীময়ী, অভ্র র মেসেজ টা কত সুন্দর করে লিখেছে এই সম্পর্ক আর তার পক্ষে এগিয়ে নেওয়া সম্ভব নয়।। আর কোনদিন যোগাযোগ করতেও বারণ করেছে শ্রীময়ীকে, সত্যিই কাল থেকে কম করে দশবার ফোন করেছে সে কিন্তু অভ্র ধরেনি.. কোন্ অপরাধের শাস্তি দিচ্ছে ভগবান তাকে শ্রীময়ী ভাবে। যাকে ...
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়