pratilipi-logo প্রতিলিপি
বাংলা

নারীবিষয়ক গল্প | Women Stories in Bengali

(১) রাত্রি প্রথম প্রহর। ঘন আঁধারের কালো পরত ছিন্ন করে তীব্র বেগে ছুটে চলেছে একটি ঘোড়ার গাড়ি। দুপাশে অগভীর জঙ্গলের বুক চিরে মাঝে সংকীর্ণ একফালি পথ। বিপদসংকুল এই রাস্তায় কোন যাত্রীই সূর্যালোকের নিশ্চয়তা ছাড়া যাওয়া আসা করেনা। পদে পদে লুঠেরা, তস্কর ও দস্যুর ভয়। নিতান্তই নিরুপায় না হলে রাতের অন্ধকারে কেউই এই পথ পারাপারের কথা কল্পনাও করতে পারেনা। কোচোয়ান বাদে গাড়ির সওয়ারি তিন জন। সমস্তিপুরের জমিদার ত্রিবিবেন্দ্র নারায়ণ চৌধুরি, তাঁর ঘরণী ও অষ্টম বর্ষীয়া কন্যা। ত্রিবিবেন্দ্র নারায়ণ অত্যন্ত রাশভারী ও ...
4.8 (112)
2K+ পাঠক সংখ্যা