~•~
সুস্বাগতম!
গল্পের জগৎ এমন একটা জগৎ যেখানে আপনি ঢুকে গেলে বেরোতে পারবেন না। এ নেশা মন্দ নয়, যত আসক্তি তত অনুভূতি। আমরা সবাই ছাত্র। আমরা হার থেকে শিখি আমরা জিত থেকে শিখি। এর ফলে যা পাই তা হলো জ্ঞান আর অভিজ্ঞতা।
এখানে লিখে অনেককিছু শিখেছি আমি। শুধু ভাবলেই লেখা নয়, লিখতে লাগে অসীম ধৈর্য আর কঠোর পরিশ্রম। শিখেছি কীকরে সকল মন্তব্যকে আপন করে নিতে হয়। 50K পাঠকসংখ্যা সম্পূর্ন হয়েছে 18th July,23 তে। আর 100K হয়েছে 19th Oct, 23 এ। প্রতিলিপিতে দুই বছর সম্পূর্ণ হল 5th December, 2023 তে।
লিখেছি কিছু ছোটগল্প, বড়গল্প, প্রবন্ধ এবং সিরিজ/ধারাবাহিক। ঘুরে আসুন আমার প্রোফাইলের ‘সমস্ত লেখা’ অংশটি। জানাতে ভুলবেন না কেমন লাগলো।
চলমান ধারাবাহিক:
• Fangirl 2 (Fangirl গল্পের দ্বিতীয় অধ্যায়, কন্ট্রাক্ট ম্যারেজের রহস্য উদঘাটন)
• BODY SWAP - REFLECTED IN YOU! ( কল্পবিজ্ঞান। ছেলে না মেয়ে, কার জীবন বেশি সহজ? স্কুলযাত্রী একটি ছেলে ও মেয়ের শরীর swap হয়ে যায়। তারা কীকরে নিজেদের নতুন শরীরের সাথে মানিয়ে নেবে? একে অপরের জীবনের ব্যাপারে কী জানতে পারবে তারা?)
• Fractured Reflection (Sci-fi English series, to investigate about a previously executed mission to delete and manipulate human memory)
সমাপ্ত ধারাবাহিক/ সিরিজ:
• Fangirl (Contract marriage, Drama)
• আলপনা (Crime thriller, kidnapping case, detective, action)
• প্রেম-কাহিনী (খুনসুটি লাভ স্টোরি, sexual abuse -এর বিরোধিতা, অ্যাডভেঞ্চার)
• রক্তোল্লাস (Crime thriller, Serial killing, Free)
এছাড়াও কাজ চলছে আগামীর কিছু মজাদার প্রজেক্টে। আঁকড়ে বাঁচতে চাই এবং You and Me together নামক ধারাবাহিকদুটিকে আপাতত স্থগিত রেখেছি। আমি একজন সাইন্স অনার্সের ছাত্রী। লেখায় এত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ওই ধারাবাহিকগুলোও শেষ করবো ধীরে ধীরে।
লেখার ক্ষেত্রে আমার প্রিয় শ্রেণী হলো ক্রাইম থ্রিলার। আমার প্রত্যেকটা লেখাতেই তার ছোঁয়া পাবেন। আরো বোল্ড গল্প লিখতে সাহস পাবো যদি আপনারা সমর্থন করেন, পাশে থাকেন। অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা রইল। ❤️
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়