<p style="text-align:justify">জন্ম (১৫/০৭/১৫) মেদিনীপুর শহরে হলেও, বাবার কাজের সূত্রে খুব ছোটবেলাতেই হাওড়ার আন্দুলে চলে আসি। তারপর থেকে এখানেই পড়াশোনা, বেড়ে ওঠা ইত্যাদি ইত্যাদি। স্কুলের গণ্ডি টপকে, ইংরাজি সাহিত্য নিয়ে ভর্তি হলাম আমহার্স্ট স্ট্রীট সিটি কলেজে। কলেজেই প্রথম সাহিত্যের প্রেমে পড়তে শুরু করলাম। আর তারপর ধীরে ধীরে লেখা। এরপর সাংবাদিকতার চাকরীতে ঢুকে, বেশ কয়েকবছর সলেখালিখির পাঠ শিকেয় উঠে গিয়েছিল। তবে প্রেম তো! আবার নতুন করে শুরু করলাম। আমার কবিতায় তেমন নির্দিষ্ট কোনও ভাবনা তেমন নেই, বা থাকলেও আমার জানা নেই। কারণ আমি তেমন বড় মাপের কোনও কবি নই। সবকিছু নিয়েই আমি লিখতে ভালবাসি, এই যা। তবে, আমার কবিতাগুলোতে, 'প্রেম' প্রচ্ছন্নভাবে থাকলেও থাকতে পারে।</p>
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়