ছোট বেলা থেকেই গল্পের বই পড়া নেশা। সময় পেলে এখন সব ধরনের বই পড়ি। লেখারও চেষ্টা করি।। দু-একটা পত্র পত্রিকায় লিখলেও মূলত প্রতিলিপির সঙ্গেই হৃদ্যতা বেশি। ইতিমধ্যেই কয়েকটা লিখে ফেলেছি। এরমধ্যে " আকাশের অস্তরাগে " গত কলমকার অ্যাওয়ার্ডস-৫ এ অষ্টাদশ স্থান পেয়েছে। আর একটা লেখা " হয়তো তোমারই জন্য " কয়েক লক্ষ পাঠক / পাঠিকার হৃদয় ছুঁয়ে গেছে। তবে আমার মনের গভীরে থেকে উঠে আসা "একান্ত গোপন " আর অত্যন্ত ভালোবাসার লেখা" রায় বাঘিনীর তরবারি " আমি পাঠক/পাঠিকাদের বলব একটু হলেও পাতা উল্টে দেখুন। "একটু আলোর জন্য " খোঁজ করতে থাকা.দুই হতভাগ্য ভাই-বোনের অসম্ভব জেদ আর লড়াইয়ের কথা কাহিনী।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়