আমি একজন সাধারণ নাগরিক ।
শ্রীরামপুরে থাকি। 1998 সালে ছাকুরি জীবনে অবসর গ্রহণ করি। 1998 থেকে 2021 পর্যন্ত তিনটি কোম্পানিতে এডভাইসর হিসাবে কাজ করছিলাম। লোক ডাউন ঘোষণার পর সব ছেড়ে দিয়ে বাড়িতেই থাকি। এমত অবস্থায় প্রতিলিপির গল্প পরে আর রিভিউ লিখে সময় কাটাই । অনেকের দাদা হয়ে গেছি । তাদের ভালবাসায় আমি মুগ্ধ । তাদের অনুপ্রেরণাতেই এই প্রথম লিখলাম জানি না কি লিখলাম।
ভুল ভ্রান্তি কিছু হলে মেনে নেবেন এই অনুরোধ রইলো। নমস্কার ।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়