ছোটোবেলার বিকেল গুলো কোনোদিন কি আসবে ফিরে ? খুঁজলে পাবো অনেক কিছুই, কিন্ত সবই স্মৃতির ভিড়ে। স্কুল থেকে ফিরেই মাঠে, খেলব বলে দে-ছুট, পড়তে যাওয়ার নাম করে, কখনও বা রংরুট। প্রথম প্রেমের মিষ্টি ফিলিংস, সবই শুরু স্কুলে, তখন শুধু 'সে'- ই মনে, আর সবকিছু ভুলে। টিফিন ব্রেকের ফুটবল ম্যাচ, সবাই তখন রোনাল্ডো -মেসি, পড়া-গল্প-খেলা নিয়ে দিনগুলো ছিলো হাসিখুশি। ধীরেধীরে বাড়লো ক্লাস, বন্ধ খেলা, বাড়লো পড়া, ভালো কলেজে পেতেই হবে, নাহলে হবে শাস্তি কড়া। ছোট্টো চোখের স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেল, পড়ার চাপে আনন্দ ...