লেখক অরিজিৎ মুখোপাধ্যায় পেশায় একজন শিক্ষা বিভাগের আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক। অবসর সময়ে ঘুরতে ও গান শুনতে ভালোবাসেন। লেখা ও বই পড়া লেখকের মতে জীবনের অপরিহার্য অঙ্গ। লেখক আরও মনে করেন যে, বই মানুষের আসল বন্ধু, সে কখনও ঠকায় না। লেখকের জন্ম ১৯৯১ সালের ডিসেম্বর মাসে। পাহাড়ে ঘুরে বেড়ানো লেখকের অন্য একটি ভাল লাগা। বছরে তিন থেকে চারবার পাহাড়ে যাওয়া চাইই।
পড়াশোনা ফিজিক্স নিয়ে। বর্ধমানের মিউনিসিপ্যাল বয়জ হাই স্কুল থেকে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বর্ধমান রাজ কলেজে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হন। এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স এ এম.এস.সি পাশ করেন ২০১৪ সালে। এরপর বেশ কয়েকবছর বিদ্যালয়ে শিক্ষকতা করার পর বিদ্যালয় শিক্ষা বিভাগে বিদ্যালয় পরিদর্শক বা স্কুল ইন্সপেক্টর হিসেবে ২০২১ সালে যোগদান করেন।
ছোট্ট একটা গ্রাম থেকে বড় হয়ে ওঠা লেখকের লিখতে ও পড়তে খুব ভাল লাগে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়