আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ/ চুন্নি উঠল রাঙা হয়ে /চোখ মেললুম আকাশে/ জ্বলে উঠল আলো/ গোলাপের দিকে চেয়ে বললুম /সুন্দর তাই /সুন্দর হল সে।
এই অস্মিতা এই অহংকার শুধু আমার। আমি সুন্দর না বললে তুমি সুন্দর হবে কিসে। এই আত্মশক্তি অস্মিতার চেতনা দিলেন আমাদের গুরুদেব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁকে সশ্রদ্ধ প্রণাম।
কবিতা লিখতে ভালোবাসি পড়তে ভালোবাসি লিখি যা মনে আসে তাই। দু'চারটে গল্প লিখি আর প্রতিলিপির সমুদ্রে ফেলে দেই, এইতো আমার খেলা।
কবিতা লিখতে ভালবাসি, গল্প লিখি সোজাসুজি যা ভাবি তাই লিখি। সত্যি লিখতে বড় ইচ্ছে করে তাই প্রতিদিন একটু একটু করে লিখি আর প্রতিলিপির সমুদ্রে ফেলে দিই তাতেই আমার আনন্দ। আমার লেখা পড়ে সময় অপচয় করবেন এটা ভাবিনা, তাইতো লিখতে চেষ্টা করি।
যদি কারো ভালো লাগে কিংবা খারাপ লাগে ,অবশ্যই জানাবেন ।আমি খুব আনন্দিত হব। সময় থাকলে অনুরোধ করবো আমার প্রকাশিত বইগুলো পড়ুন এবং আমিও পড়বো। তাতে আপনার এবং আমার বন্ধুত্ব আরো সুন্দর করে গড়ে উঠবে ।ভালো থাকবেন সুস্থ থাকবেন, শুভ কামনায়...। প্রকাশিত গ্রন্থের নাম বেজন্মা ফাগুন , ও চাঁদ মিথ্যে বলো না, এক বুক জোৎস্নার জলে কবিতা গ্রন্থ এবং উপন্যাস জনারণ্যে প্রেমারণ্য, একলা আকাশ এবং আরো কিছু প্রকাশের পথে। হয়তো ভালো লাগতে পারে সহযাত্রী হিসেবে কাছাকাছি হতে পারি শুভেচ্ছা রইল।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়