গোধূলির আলোয় স্বপ্নকে কাছে পাওয়া।
এবার এক নতুন আমি কে মেলে ধরা,
লড়াই শেষে সাফল্যের মুখোমুখি হওয়া।
এক শান্তির নিশ্বাস ছড়িয়ে পড়া,
প্রতিষ্ঠিত আমি কে মাথা উঁচু করে দেখা।
ভুল যা কিছু তার পানে না চাওয়া।
স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে,
এক নতুন দিশায় এগিয়ে চলা।
__কলমে প্রিয়াঙ্কা মুখার্জী
লিখতে খুব ভালোবাসি। (রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী)
লেখার ইচ্ছাটা মনের মধ্যে হঠাৎ করেই এসেছিল হাতে তুলে নিয়েছিলাম প্রতিলিপি, আজ বুঝেছি লিখতে পারাটা আমার কাছে কত আনন্দের। পাঠক বন্ধুরা আমাকে লেখার সাহস যোগায়,আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক সাহায্য করে গল্প লিখতে।।
★ফেসবুক পেজ★ (কলমে প্রিয়াঙ্কা মুখার্জী)
★Instagram ID★ iampriyankamukherjee
🙏🙏 আমার প্রোফাইলে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 🙏🙏
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়