অমরেশ বিশ্বাস বাংলা ভাষার নেই তুলনা মাতৃদুগ্ধ সম সে যে আমার মাতৃভাষা অতি প্রিয়তম। শ্রবণ করে বাংলা ভাষা মন হয় হরষিত সে যে বড় মধুর ভাষা, বিশ্ব অবহিত। মধুর ছিল, মধুর আছে, থাকবে চিরকাল দেখলে পরে হয় দুঃখ বাংলা ভাষার হাল। গর্ব করে এখন কে আর বাংলা ভাষা বলে আমার সাধের বাংলা ভাষা যাচ্ছে রসাতলে। পারি না পারি ইংরাজিতে কথাটা বলা চাই ধার করা ওই ভাষাতে কি মনের ছোঁয়া পাই? বাংলা ভাষায় কথা বলার অধিকার পাওয়ার জন্য প্রান বলিদান করে যারা করেছে মোদের ধন্য তাদের তরে বাংলা ভাষার প্রতি জানাও সম্মান আমার প্রিয় বাংলা ...