নমস্কার আমি একতারা।
বলতে পারেন ভালোবাসায় আমি ছন্নছাড়া,
একলা থাকি বোবার মতন,
সাদামাটা, কলিজাহীন আমার বদন।
সারাদিন লিখি আর ঘুমাই,
লেখা ছেড়ে ঘুমের মাঝে তোকে খুঁজে বেড়াই।
ঘুম ভেঙ্গে তোকে কই পাই, কই পাই,
তখন ঘুম ছেড়ে আবেগের মাঝে তোকে খুঁজে বেড়াই।
বন্ধুরা বলে আমি নাকি হয়ে গেছি অন্তর্মুখী,
আসল ব্যাপার আমার কলম হয়েছে দুঃখী।
সেই যে ১০ই অক্টোবর দুর্গা অষ্টমীর রাত,
আমি কলম ধরিনি, কলম ধরে ছিল আমার হাত।
আপন আর কেউ নেই আমার কলম ছাড়া,
নমস্কার আমি সেই দিশেহারা, নিকোটিনের ধোঁয়ায় আত্মহারা একতারা।।🙏🏻©
কলমে✒️ একতারা💫
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়