ছোটবেলায়, বাড়ির মেঝেতে স্লেট পেনসিল দিয়ে নিজের লেখা গল্পের ,কার্টুন আঁকতাম। স্কুলে পড়ার সময় বাংলার শিক্ষকেরা আর বাড়িতে দিদি নেশা ধরিয়েছিল সাহিত্যের। সেই থেকেই মনে হত, আমিও বড় হয়ে লেখক হবো। সুবোধ ঘোষের মত গল্প বা সুনীল গঙ্গোপাধ্যায়ের মত উপন্যাস লিখবো। পরে কলেজ জীবনে, বাংলাদেশের লেখা পড়লাম, আর দেখলাম তসলিমা বা হুমায়ুন আহমেদও বেশ লেখেন। না, কাজের জন্য এত ব্যস্ত থাকি আমার লেখক হয়ে ওঠা আর হয়নি। কিন্তু গল্পগুলো তো রয়ে গেছে, সেগুলোই সময় পেলে, একটা দুটো করে বেরিয়ে আসে। রোজ রোজ কত কি ঘটে চলছে, কত কি পুরানো কথা মনে পড়ে। আমি শুধু সেগুলোকে মিলিয়ে মিশিয়ে সাজিয়ে রাখি। কে জানে কখন কার খিদে পেয়েছে... কখন কার মন খারাপ হয়... কখন কার অবসর জুটে যায়... তার তো কাজে লাগবে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়