আমি কেয়া। আমার জন্ম বাংলার ২৫শে বৈশাখ(9th May, 1994)। বাংলার নবগঠিত জেলা আলিপুরদুয়ার আমার জন্মস্থান। জীবনে স্বপ্নপূরণ করার আশায় তিলোত্তমা নগরীতে পা রেখেছিলাম আজ থেকে চার বছর আগে। আশুতোষ কলেজ থেকে যখন আমি গ্র্যাজুয়েশন শেষ করি তখন আমার বিষয় ছিল ভূগোল। ভেবেছিলাম গবেষণা করব ভবিষ্যতে। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল একসময়। পাশাপাশি প্রানের সুরকে গানের ছন্দে মিশিয়ে দিয়ে ভেসে চলছিলাম কোনও এক অজানা উদ্দেশ্যে। এরপর সাহিত্যচর্চাকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে এলাম, বলতে পারেন একরকম নিজস্ব বাঁচার তাগিদেই। আর এখন আপনাদের সামনে আমি নিজেকে মেলে ধরেছি। লেখালেখির জগতে স্থায়ীভাবে পা রেখেছিলাম ২০১৬ সালে। তিনটে ম্যাগাজিনে আমার লেখা গল্প-কবিতা বেরিয়েছে এখনও পর্যন্ত। পাঠক-পাঠিকাদের কিছু প্রশংসাও কুড়িয়েছে সেগুলো। আশা করি, এভাবে আপনাদের সকলকে পাশে পেয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারব আমি সুদূর ভবিষ্যতে। ধন্যবাদ।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়