pratilipi-logo প্রতিলিপি
বাংলা

ভৌতিক বিজ্ঞান

3.3
11226

ভূতকে কি মাধ্যম করে ইহলোক ও পরলোকের খবরাখবর আদান-প্রদান করা যায় না? জীব নিয়ে জীববিজ্ঞান আর জড় নিয়ে জড় বিজ্ঞান বা ভৌতবিজ্ঞান যদি হয় তাহলে জড় ও জীবের মাঝখানে স্থিত আত্মা বা ভূত নিয়ে ভৌতিক বিজ্ঞান ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
সরজিৎ মণ্ডল

১৯৬৭ সালের ২০-শে নভেম্বর মেদিনীপুর জেলার বেলিয়াগঞ্জ গ্রামে এক হত-দরিদ্র পরিবারে জন্ম । কলকাতার হিন্দু স্কুল থেকে উচ্চমাধ্যমিক ও পরে আই. আই. টি. - খড়্গপুর থেকে ন্যাভাল আর্কিটেকচারে বি. টেক. ডিগ্রী নিয়ে ১৯৯১ সালে পাশ করেন । ঐ বছর বিশাখাপত্তনমের ন্যাশনাল সিপ ডিজাইন এন্ড রিসার্চ সেন্টারে চাকরিতে যোগ দেন এবং কয়েকদিন পরেই উচ্চ শিক্ষালাভের জন্য নেদারল্যান্ড-এ প্রেরিত হন । সেখানে তিনি একবছর কাটান । বর্তমানে মুম্বাইয়ে “ডি.এন.ভি. জি.এল.” নামের এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরীরত । এই কোম্পানিতে থাকাকালীন পেশাগত কারণে আবার দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান । নেদারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী, নরওয়ে, দুবাই, সিঙ্গাপুর, চীন, কোরিয়াসহ তিনি ইতিমধ্যেই বিশ্বের পনেরোটি দেশে ঘুরে বেড়িয়েছেন । পেশায় ইঞ্জিনীয়ার হলেও নেশায় ইনি কবি ও সাহিত্যিক । কবি হিসেবে এঁনার সুনাম তাঁর প্রকাশিত “ ভোরের পাখি “ কাব্যগ্রন্থটির অভূতপূর্ব সফলতা হতে যেমন সহজেই বোঝা যায় তেমনই এঁনার প্রকাশিত “গল্প পরিচয়” ও “আরোগ্য রজনী” গল্পগ্রন্থের পাঠককুলের সমাদর এঁনাকে এক অনন্য গল্পকার হিসেবেও প্রতিষ্ঠা করেছে । অন্য প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে কাব্যগ্রন্থ “একটি মৃত্যুর বিঞ্জাপন“, “ মা তুমি দেবী”, “হিসাব পড়ে থাক” ও “নিয়মের ব্যবধান“ উল্লেখযোগ্য । তাছাড়া লেখকের প্রকাশিত পূর্ণাঙ্গ সামাজিক নাটক, “অগ্নিগর্ভে অভিশপ্ত প্রেম” ও “আপন পরের খেলাঘর“ যথেষ্ট সমাদর পেয়েছে । কবির কারিগরী ও প্রযুক্তি শিক্ষাময় পেশা জীবনের সাথে সাথে সাহিত্যচর্চা এক সৃজনশীল সম্পূর্ণ মননের পরিচয় দেয় যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য ।

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    অমরেশ বিশ্বাস
    29 অক্টোবর 2016
    ভূত আছে কি না জানা নাই। তবে ভূতের গল্প শুনতে এবং পড়তে বেশ লাগে। ছোট বেলায় ভূতের গল্প শুনতে যেমন ভাল বাসতাম তেমনি সে গল্প শুনে ভয়ও পেতাম। সে সময় আমাদের এলাকা্য এরকম শহুরে ছোঁয়া লাগেনি। তাল, শিমুল, বাঁশ, বট, আমড়া, শ্যাওড়ার অনেক গাছ ছিল।আমরা সন্ধ্যের পর ভূতের ভয়ে সেসব গাছতলা এড়িয়ে চলতাম। কিন্তু মাঝে মাঝে আটাকলে গম ভাঙাতে গিয়ে সন্ধ্যে হওয়ার পর বাঁশতলা দিয়ে বাড়ি ফিরতে হলে "ভূত আমার পুত/ পেত্নী আমার ঝী/ রাম লক্ষণ সাথে আছে/ করবি আমার কি?" বলতে বলতে মনে সাহস যুগিয়ে বাড়ি ফিরতাম। সরজিৎ বাবুর "ভৌতিক বিজ্ঞান" গল্পটি পড়তে পড়তে অনেক কথাই মনে পড়ছিল।সুন্দর ভাবে সাজিয়ে লেখাটি উপস্থাপন করায় মন কাড়ার মত সুন্দর একটি ভৌতিক গল্প হয়ে উঠেছে। খুব ভাল লাগল,
  • author
    06 অগাস্ট 2018
    llllllllllllএমন টা পাড়াগাঁয়ে আজ ও হয়।আমিও দেখেছি
  • author
    পায়েল ঘোষ
    24 নভেম্বর 2018
    আমিও দাদুর কাছে শুনেছি দিদুন কে ঐ ভূতে ধরে ছিলো,তার পর এরকম অনেক কথ,যাকে পরে বিজ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা চলেছে।তবে 'ভৌতিক যে বিজ্ঞান'তার উর্ধে কোন বিজ্ঞানই নয় ।বেশ দারুন লাগলো ভুত ও বিজ্ঞানের মেলবন্ধন ।
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    অমরেশ বিশ্বাস
    29 অক্টোবর 2016
    ভূত আছে কি না জানা নাই। তবে ভূতের গল্প শুনতে এবং পড়তে বেশ লাগে। ছোট বেলায় ভূতের গল্প শুনতে যেমন ভাল বাসতাম তেমনি সে গল্প শুনে ভয়ও পেতাম। সে সময় আমাদের এলাকা্য এরকম শহুরে ছোঁয়া লাগেনি। তাল, শিমুল, বাঁশ, বট, আমড়া, শ্যাওড়ার অনেক গাছ ছিল।আমরা সন্ধ্যের পর ভূতের ভয়ে সেসব গাছতলা এড়িয়ে চলতাম। কিন্তু মাঝে মাঝে আটাকলে গম ভাঙাতে গিয়ে সন্ধ্যে হওয়ার পর বাঁশতলা দিয়ে বাড়ি ফিরতে হলে "ভূত আমার পুত/ পেত্নী আমার ঝী/ রাম লক্ষণ সাথে আছে/ করবি আমার কি?" বলতে বলতে মনে সাহস যুগিয়ে বাড়ি ফিরতাম। সরজিৎ বাবুর "ভৌতিক বিজ্ঞান" গল্পটি পড়তে পড়তে অনেক কথাই মনে পড়ছিল।সুন্দর ভাবে সাজিয়ে লেখাটি উপস্থাপন করায় মন কাড়ার মত সুন্দর একটি ভৌতিক গল্প হয়ে উঠেছে। খুব ভাল লাগল,
  • author
    06 অগাস্ট 2018
    llllllllllllএমন টা পাড়াগাঁয়ে আজ ও হয়।আমিও দেখেছি
  • author
    পায়েল ঘোষ
    24 নভেম্বর 2018
    আমিও দাদুর কাছে শুনেছি দিদুন কে ঐ ভূতে ধরে ছিলো,তার পর এরকম অনেক কথ,যাকে পরে বিজ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা চলেছে।তবে 'ভৌতিক যে বিজ্ঞান'তার উর্ধে কোন বিজ্ঞানই নয় ।বেশ দারুন লাগলো ভুত ও বিজ্ঞানের মেলবন্ধন ।