আপনার পছন্দের ভাষা বেছে নিন
হোম
শ্রেণী
লিখুন
সাইন ইন
রু ৫০ ছুঁই ছুঁই প্রৌঢ়া। মনটা বড়ই নরম। একটুকুতেই কেঁদে ফেলে। কিন্তু কেন? অনেক ভেবেছে কোনও উত্তর পায়না। মন সবসময় অতীতে পরে থাকে। তার মন সবসময় ভালোবাসায় ভাসতে চায়। যৌথ পরিবারে বড় হওয়া। বাড়িতে ...
আমি কোনো লেখিকা নই। আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করা একজন ইঁট, বালি, সিমেন্টের দুনিয়ার মানুষ। তাই কর্ম জগতের সাথে সাহিত্যের কোনো সম্পর্কও ছিল না। তবে সাহিত্যের তো কারো সাথেই কোনো আড়িও নেই। ছোট থেকেই গল্প পড়ার নেশাটা একটু বেশিই ছিল। তবে সেইরকম গল্প যে আমি নিজেও লিখতে পারি তেমন কোনো ধারণা কখনো স্বপ্নেও আসে নি। আজকাল তো তেমনভাবে গল্পের বই পড়াও হয়ে উঠে না। করোনার লকডাউনকালে হটাৎ করেই প্রতিলিপির সাথে পরিচয়। আর আবার গল্পের নেশাটা ফিরে এলো। আর কেমন করে যেন মনের ভাবনাগুলো চোখের সামনে কিলবিল করতে শুরু করে দিল। বাধ্য হয়েই ভাবনার শব্দগুলোকে ধরার চেষ্টা করতে শুরু করে দিলাম । নাহলে যে শান্তিতে ঘুমোতেও পারছিলাম না। কিছু লেখা পাঠকদের খুবই পছন্দ হয়েছে আবার কোনো কোনো লেখা তেমনভাবে হয়তো পছন্দও হয় নি। তবে প্রতিলিপি কর্তৃপক্ষের বিচারে 'অল্প স্বল্প হাসির গল্প'প্রতিযোগিতায় অন্যতম বিজয়ী হওয়া,' অনুগল্প প্রতিযোগিতা- ২' তে চতুর্থ স্থান অধিকার করায় লেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে। তবুও পাঠকবন্ধুদের কাছে অনুরোধ সময় পেলে আমার প্রোফাইলে গিয়ে আমার লেখা গল্পগুলি পড়ার জন্য। ভালো লাগলে কমেন্ট আর স্টিকার দিয়ে উৎসাহিত করতে পারেন। ইচ্ছে হলে অনুসরণও করতে পারেন। ভালো - মন্দ সবরকম মতামতের অপেক্ষায় রইলাম।
আমি কোনো লেখিকা নই। আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করা একজন ইঁট, বালি, সিমেন্টের দুনিয়ার মানুষ। তাই কর্ম জগতের সাথে সাহিত্যের কোনো সম্পর্কও ছিল না। তবে সাহিত্যের তো কারো সাথেই কোনো আড়িও নেই। ছোট থেকেই গল্প পড়ার নেশাটা একটু বেশিই ছিল। তবে সেইরকম গল্প যে আমি নিজেও লিখতে পারি তেমন কোনো ধারণা কখনো স্বপ্নেও আসে নি। আজকাল তো তেমনভাবে গল্পের বই পড়াও হয়ে উঠে না। করোনার লকডাউনকালে হটাৎ করেই প্রতিলিপির সাথে পরিচয়। আর আবার গল্পের নেশাটা ফিরে এলো। আর কেমন করে যেন মনের ভাবনাগুলো চোখের সামনে কিলবিল করতে শুরু করে দিল। বাধ্য হয়েই ভাবনার শব্দগুলোকে ধরার চেষ্টা করতে শুরু করে দিলাম । নাহলে যে শান্তিতে ঘুমোতেও পারছিলাম না। কিছু লেখা পাঠকদের খুবই পছন্দ হয়েছে আবার কোনো কোনো লেখা তেমনভাবে হয়তো পছন্দও হয় নি। তবে প্রতিলিপি কর্তৃপক্ষের বিচারে 'অল্প স্বল্প হাসির গল্প'প্রতিযোগিতায় অন্যতম বিজয়ী হওয়া,' অনুগল্প প্রতিযোগিতা- ২' তে চতুর্থ স্থান অধিকার করায় লেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে। তবুও পাঠকবন্ধুদের কাছে অনুরোধ সময় পেলে আমার প্রোফাইলে গিয়ে আমার লেখা গল্পগুলি পড়ার জন্য। ভালো লাগলে কমেন্ট আর স্টিকার দিয়ে উৎসাহিত করতে পারেন। ইচ্ছে হলে অনুসরণও করতে পারেন। ভালো - মন্দ সবরকম মতামতের অপেক্ষায় রইলাম।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়