ছোট থেকেই লিখতে ভালোবাসি।পড়াশোনা,কর্তব্য,বড় হওয়ার চাপে লেখালেখি করার বিলাসিতা কোথায় যেন হারিয়ে গেল।সংসার,কর্মজগত,সন্তান সন্ততি সামলাতে সামলাতে নিজের সত্ত্বাটাই যেন বিলুপ্তপ্রায়। কোনো এক মুহূর্তে নিজেকে হঠাৎ খুঁজে পেলাম আবার। ডায়েরি-কলমকে সময় দেওয়ার মতো গর্হিত অপরাধ বাঞ্ছনীয় নয়। মনের তাড়নায় হাতে তুলে নিলাম কলমের পরিবর্তে স্মার্টফোনের কীবোর্ড।যেটুকু ভুলভাল ওলট পালট লিখি,নিজেকে ভালো রাখবার জন্য লিখি।ওইটুকুই আমার দখিনের জানালা যা দিয়ে মুক্ত হাওয়ার অবাধ প্রবেশ।যতদিন পারবো আর সবাই মানে পাঠক পাঠিকা বন্ধুরা পাশে থাকবেন,এই মুক্তধারা অবিরত অঝোরধারায় বইবে।প্রাণ ভরে চলুন না সবাই মিলে একটু ভিজে নি এই ধারায়,প্রাণ ভরে ফুসফুসে শ্বাস ভরে নি এই মুক্ত হাওয়ায়.....
রিপোর্টের বিষয়