pratilipi-logo প্রতিলিপি
বাংলা

আমার ভালোবাসার প্রতিলিপি

5
104

২০১৮ সালের গোড়ার দিকে, রাত্রে ঘুম পাড়ানোর সময় প্রতিলিপি থেকে গল্প পড়ে শোনাতাম আমার মেয়েকে। গল্প পড়ার ক্ষেত্রে কোনদিন যে প্রতিলিপির প্রতি ভীষণ দুর্বল, আসক্ত এবং নির্ভরশীল হয়ে পড়ি নিজেও বুঝতে ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
Piyali Chakravorty

দক্ষিণ কলকাতার ভবানীপুরে জন্ম। ছোটবেলা থেকেই চঞ্চল স্বভাবের, মেধাবী ছাত্রী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর থেকে ভূতত্ত্ববিদ্যায়(জিওলজি) স্নাতকোত্তর। জিওলজিস্ট হওয়ার সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ, বিভিন্ন ধরণের মানুষের সাথে আলাপ-পরিচয় এবং ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সংগ্রহ। কিছুটা বাস্তবের সাথে অনেকটা কল্পনার রঙ মিশিয়ে, ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে প্রতিলিপিতে লেখালিখির শুরু। প্রথম উপন্যাস "রূপান্তর"। পাঠকের মনে সাড়া জাগিয়ে তোলে উপন্যাসটি। এরপর শুরু হয় একটির পর একটি উপন্যাস রচনা। প্রতিলিপিতে উপলব্ধ উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে, "শোণিত অবগুণ্ঠন", "এ তুমি কেমন তুমি", "রূপান্তর", "প্রেম; টক-ঝাল-মিষ্টি", "অভিমান পিছুডাক", "রুচির পরিচয়", "রূপে তোমায় ভোলাবো না", "মিলন হবে কত দিনে", "অভিশপ্ত মূর্তি", "তোমার গালে নরম দুঃখ", "হৃদিমাঝারে অরুণোদয়", "রুদ্র Reboot", "তুমি হাতটা শুধু ধরো", "চক্ষে আমার তৃষ্ণা", "ত্রিকোণমিতি", "বেঁচে আছি তোমার ভালোবাসায়", "বিদিশার দিশা", "ভ্যাম্পায়ার লাভ", "টাপুর টুপুর বৃষ্টি নুপুর", "ফসিল অফ লাভ", "হারানো দিনের শেষে", "ফ্রেন্ডস ফরএভার", "ওরা কারা", "প্রেতপুরী" এবং "অগ্নিশয্যার তিন অধ্যায়"। "অগ্নিশয্যার তিন অধ্যায়" উপন্যাসটি প্রতিলিপি আয়োজিত ভারতের সবথেকে বড় সাহিত্য প্রতিযোগিতা "সেরা কলমকার অ্যাওয়ার্ডস- 4"-এ পুরস্কৃত হয়েছে। লক্ষ্যস্থির রেখে এগিয়ে চলাই জীবনের মূলনীতি।

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Samahita Banerjee Ganguly
    22 ஏப்ரல் 2023
    # wonderr womann এই টাইটেল কেবলমাত্র তোমার জন্যই sweetie.. আমরা আমাদের ছোটবেলা থেকে অনেক super hero এর নাম শুনেছি কিন্তু কোনো lady super hero এর নাম সেভাবে শোনা যায়নি। তুমি নাহয় সেই অভাব ঘোচালে!!!!!তোমার প্রিয় লেখক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়;তার গল্পে নারী চরিত্রের প্রাধান্য রয়েছে।তার সাতটি ছদ্মনাম এর মধ্যে পাঁচটি নারীর নামে রয়েছে।তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে তোমার লেখা।তাই নারী চরিত্রের প্রাধান্য তোমার গলপেও পরিলক্ষিত হয়। নারী জীবনের বিভিন্ন সূক্ষ সূক্ষ অনুভূতি দুঃখ যন্ত্রণা মান অভিমান স্নেহ ভালবাসা বিরহ যন্ত্রণা প্রভৃতি বিভিন্ন দিক গুলি সুচারুভাবে পরিস্ফুট হয়েছে প্রতিটা গল্পেই। গল্পের বিষয়বস্তু নির্বাচন শব্দচয়ন ঝরঝরে প্রাঞ্জল সাবলীল ভাষায় দক্ষতা আমাদের মুগ্ধ করে।তোমাকে ভালোবাসতে, তোমার সৃষ্টিকে ভালোবাসতে বাধ্য করে। মিলন হবে কত দিনে দিয়ে তোমার গল্প পড়া শুরু আমার। তারপর তো একে একে প্রায় সবই পড়া হয়েছে।আলাদা করে আর কী বলবো dear তোমার প্রতিটা গল্পই অসাধারণ।সত্যিই তুমি অনন্যা - wonderr ওমাwomann 💖💖💖💖💖💖💖💖💖love you sweetie🥰🥰🥰 তোমার গল্পের পাঠক হিসেবে আমি গর্বিত,সম্পৃক্ত।ভালো থেকো, আর আরো ভালো ভালো গল্প আমাদের উপহার দাও 💞💞💞💞
  • author
    29 மே 2023
    অসম্ভব রকমের ভালো লাগলো আপনার এই লেখাটা...... অনেক বেশিই অনুপ্রাণিত হলাম!!❤️ আমিও চেষ্টা করবো আপনার এই কথাগুলো মেনে আরো ভালো ভালো লেখা সবাইকে উপহার দেবার। আপনার মত আমিও আশা করতে পারি,,, একদিন আমার লেখাও সবার প্রিয় হয়ে উঠবে। দিদি সত্যি বলতে আপনার লেখা পড়ে কেমন যেন একটা পজিটিভ ফিলিং হলো,,,, এতে করে আরো লেখার প্রতি মনোযোগ বেড়ে গেলো আমার!!!! সত্যিই প্রতিলিপি আমাদের কত কি দিয়েছে,,, এর সংখ্যা বেশি হলেও কম না!!!! আপনাদের মত লেখক লেখিকা দের জন্যই তো প্রতিলিপি আজ সমৃদ্ধ!!! ভালো থাকবেন দিদি..... এভাবেই লেখায় থাকবেন..... পারলে এই ছোটো বোন টাকে আশীর্বাদ করবেন,,, যেন আরো ভালো লিখতে পারি🥺🥺🥺 আপনার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল 😊❤️...... অনেক ভালোবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  • author
    29 மே 2023
    খুব ভালো থাকুন সুস্থ থাকুন। এই ভাবেই কলম চলতে থাকুক 💐🧡
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Samahita Banerjee Ganguly
    22 ஏப்ரல் 2023
    # wonderr womann এই টাইটেল কেবলমাত্র তোমার জন্যই sweetie.. আমরা আমাদের ছোটবেলা থেকে অনেক super hero এর নাম শুনেছি কিন্তু কোনো lady super hero এর নাম সেভাবে শোনা যায়নি। তুমি নাহয় সেই অভাব ঘোচালে!!!!!তোমার প্রিয় লেখক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়;তার গল্পে নারী চরিত্রের প্রাধান্য রয়েছে।তার সাতটি ছদ্মনাম এর মধ্যে পাঁচটি নারীর নামে রয়েছে।তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে তোমার লেখা।তাই নারী চরিত্রের প্রাধান্য তোমার গলপেও পরিলক্ষিত হয়। নারী জীবনের বিভিন্ন সূক্ষ সূক্ষ অনুভূতি দুঃখ যন্ত্রণা মান অভিমান স্নেহ ভালবাসা বিরহ যন্ত্রণা প্রভৃতি বিভিন্ন দিক গুলি সুচারুভাবে পরিস্ফুট হয়েছে প্রতিটা গল্পেই। গল্পের বিষয়বস্তু নির্বাচন শব্দচয়ন ঝরঝরে প্রাঞ্জল সাবলীল ভাষায় দক্ষতা আমাদের মুগ্ধ করে।তোমাকে ভালোবাসতে, তোমার সৃষ্টিকে ভালোবাসতে বাধ্য করে। মিলন হবে কত দিনে দিয়ে তোমার গল্প পড়া শুরু আমার। তারপর তো একে একে প্রায় সবই পড়া হয়েছে।আলাদা করে আর কী বলবো dear তোমার প্রতিটা গল্পই অসাধারণ।সত্যিই তুমি অনন্যা - wonderr ওমাwomann 💖💖💖💖💖💖💖💖💖love you sweetie🥰🥰🥰 তোমার গল্পের পাঠক হিসেবে আমি গর্বিত,সম্পৃক্ত।ভালো থেকো, আর আরো ভালো ভালো গল্প আমাদের উপহার দাও 💞💞💞💞
  • author
    29 மே 2023
    অসম্ভব রকমের ভালো লাগলো আপনার এই লেখাটা...... অনেক বেশিই অনুপ্রাণিত হলাম!!❤️ আমিও চেষ্টা করবো আপনার এই কথাগুলো মেনে আরো ভালো ভালো লেখা সবাইকে উপহার দেবার। আপনার মত আমিও আশা করতে পারি,,, একদিন আমার লেখাও সবার প্রিয় হয়ে উঠবে। দিদি সত্যি বলতে আপনার লেখা পড়ে কেমন যেন একটা পজিটিভ ফিলিং হলো,,,, এতে করে আরো লেখার প্রতি মনোযোগ বেড়ে গেলো আমার!!!! সত্যিই প্রতিলিপি আমাদের কত কি দিয়েছে,,, এর সংখ্যা বেশি হলেও কম না!!!! আপনাদের মত লেখক লেখিকা দের জন্যই তো প্রতিলিপি আজ সমৃদ্ধ!!! ভালো থাকবেন দিদি..... এভাবেই লেখায় থাকবেন..... পারলে এই ছোটো বোন টাকে আশীর্বাদ করবেন,,, যেন আরো ভালো লিখতে পারি🥺🥺🥺 আপনার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল 😊❤️...... অনেক ভালোবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  • author
    29 மே 2023
    খুব ভালো থাকুন সুস্থ থাকুন। এই ভাবেই কলম চলতে থাকুক 💐🧡