pratilipi-logo প্রতিলিপি
বাংলা

দুপাড় মিলন

1434
3.7

এল ওপাড়ের এক টুকরো আশা, এপাড় জুড়ে ভয়টা গেল কেটে, গহন মনে স্বপ্ন বাঁধে বাসা, সময় 'ধরে ধৈর্য যাচ্ছে হেঁটে! - কিছু আশঙ্কা ঈষাণকোণে জমে! মুক্তিমাঠে বাঁচার আকুতি! এইবা বুঝি মিলন-আশা দমে যায়রে ভেঙে স্বপ্নবসতি! - তবুও দেখি ওপাড় থেকে আসে হিমেল সাথীর আকাশবাণী রব মুক্তো শিশির এপাড় ঘাসে ঘাসে পুষ্পে পাতায় প্রাণের কলরব। - এপাড় থেকেও হাঁক পেড়েছে রাজা, মধুমতীর জলকল্লোল গান ওরে, মুক্তি গেয়ে মাঠ ফসলে সাজা আসছে দেখো মনমিলনের বান। - আসুক-না ঝড় হোক-না ছন্নছাড়া ঘরদোর সব উড়িয়ে ভেঙে যাক! দুপাড় যখন মনবাঁধনে হারা ...