আমি শ্রী তুষার কান্তি পাল ,আমি খুব সাধারণ ঘরের ছেলে ,আমি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছি ,বাংলা যাত্রাও করি ,আমাদের একটা নাটক গ্রুপ আছে ,সেখানে আমি নাটক করি !এছাড়াও আমি অল ওভার ইন্ডিয়া প্রিন্সিপাল যোগা টিচার !আমি পতঞ্জলি থেকে যোগার কোর্স করি !আমি আর্টিস্ট ফোরাম এর পার্মানেন্ট জেনারেল মেম্বার এবং আমি একজন স্ক্রিপ্ট রাইটার !আমার একটি ছোট্ট দোকান আছে !আমার পরিবারে মা-বাবা দাদা-বৌদি আমার ভাইপো ভাইজী এবং আমার স্ত্রী আছেন !আমি তাদেরকে নিয়ে খুব খুশি !আমার একটু-আধটু আকার শখ আছে !আর দুজনের কথা না বললেই নয় ,উনারা হলেন আমার দিদি আর জামাইবাবু ,উনারা আমার জীবনে অনেকখানি অংশ জুড়ে রয়েছেন ,তাদের দুটি কন্যা আছে অর্থাৎ আমার ভাগ্নি !আমি খুব খুশি ,আমার পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে | আমি এখন বর্তমানে kmc তে কর্মরত | আমার স্ত্রী সুমিতা আমার হৃদয় জুড়ে আছে | আর আমার একমাত্র কন্যা আরুবা সে আমার জীবনের সবকিছু |
ধন্যবাদন্তে
আপনাদের তুষার
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়