<p>কবি শীলা ঘটকের জন্ম ২৬শে জানুয়ারী, ১৯৬৪ সালে কোলকাতার ভবানীপুরে। স্কুলজীবনে ক্লাস সেভেন থেকে তার লেখা শুরু হয়, কিন্তু সে লেখার সংখ্যা খুব বেশী নয়। পরবর্তীকালে বিয়ের পর তার স্বামীর কর্মসূত্রে তিনি কোচবিহার চলে যান। সেখানে সংসারের চাপে ছেলে-মেয়ে মানুষ করতে গিয়ে দীর্ঘদিন তার লেখা বন্ধ থাকে, নিয়মিত লেখা আর হয়ে ওঠে না। তবে মাঝে মধ্যে বিভিন্ন পত্রিকার জন্য লিখেছেন। বর্তমানে তিনি ফেসবুকে নিয়মিত লিখছেন এবং বিভিন্ন গ্রুপে তা পোস্ট করছেন। তার লেখা কবিতা, গল্প ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছে। এবছর ‘দর্পণে মুক্তমন’ ‘ অপরূপা উৎসা’ , ‘সীমারেখা’ শারদীয়া সংখ্যা, ‘সমাচার’ শারদীয়া সংখ্যা, ‘অঞ্জালি’, ‘স্বপ্ন সন্ধানী’ এছাড়া বিভিন্ন পুজাকমিটির প্রকাশিত সভেনীর এ তার লেখা বের হয়েছে। </p>
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়