দীপকের বিয়ে হয়েছে তা প্রায় পাঁচ বছর হতে চলল, দু বছরের একটা মেয়েও আছে তার। বউ , মেয়ে নিয়ে মোটামুটি সুখেরই সংসার। এহেন সুখের সংসারে দীপকের জীবনে একটু অন্যধরনের সুর বাজতে শুরু করল, কিছুটা তার নিজের জন্য ...
লেখাটা পড়ে ভালো লাগল। এক দমে পড়েছি। বাস্তবতার নিরীখে লেখা। আজকাল মানুষের ভিতরকার অনুশোচনাগুলো বিকল হয়ে যাচ্ছে। দিপক নিজের অনুশোচনার ফলে ফিরে আসতে পেরেছে।
রুমার মতো মেয়েরা যখন প্রেমে হুঁচট খায় তখন সে একটা অবলম্বন খুঁজে, হয় সে বিবাহিত বা অবিবাহিত। নিজের অজান্তেই আরেকটা প্রেমে জড়িয়ে যায়। কখন সফল কখনও বা বিফল হয়ে নিজের ও অন্য মানুষটির জীবন বিপন্ন করে।
এ গল্পের রুমারা বাস্তবে খুবই বিরল। আর দিপকের মতো পরকিয়া প্রেমিকের উদ্ভব এ সমাজে অনেকটা ছত্রাকের মতো।
তবে দিনশেষে এটাই বলবো অপরাধ করে কেউ সুখী হতে পারে না। সাময়িক আনন্দ, উপভোগ কখন জীবনকে জগৎ সংসারে সুখী করে তুলতে পারে না।এই পরকিয়ার ক্ষেত্রে যতটা পুরুষ দায়ী ততটা একটা মেয়েও দায়ী।
লেখিকা কে ধন্যবাদ । তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই পরকিয়ায় এখন ভারতীয়দের কাছে বৈধ করে তুলে ধরা হচ্ছে।
রিপোর্টের বিষয়
সুপারফ্যান
এই ব্যাজযুক্ত সমস্ত লেখক সাবস্ক্রিপশনের জন্য যোগ্য
লেখাটা পড়ে ভালো লাগল। এক দমে পড়েছি। বাস্তবতার নিরীখে লেখা। আজকাল মানুষের ভিতরকার অনুশোচনাগুলো বিকল হয়ে যাচ্ছে। দিপক নিজের অনুশোচনার ফলে ফিরে আসতে পেরেছে।
রুমার মতো মেয়েরা যখন প্রেমে হুঁচট খায় তখন সে একটা অবলম্বন খুঁজে, হয় সে বিবাহিত বা অবিবাহিত। নিজের অজান্তেই আরেকটা প্রেমে জড়িয়ে যায়। কখন সফল কখনও বা বিফল হয়ে নিজের ও অন্য মানুষটির জীবন বিপন্ন করে।
এ গল্পের রুমারা বাস্তবে খুবই বিরল। আর দিপকের মতো পরকিয়া প্রেমিকের উদ্ভব এ সমাজে অনেকটা ছত্রাকের মতো।
তবে দিনশেষে এটাই বলবো অপরাধ করে কেউ সুখী হতে পারে না। সাময়িক আনন্দ, উপভোগ কখন জীবনকে জগৎ সংসারে সুখী করে তুলতে পারে না।এই পরকিয়ার ক্ষেত্রে যতটা পুরুষ দায়ী ততটা একটা মেয়েও দায়ী।
লেখিকা কে ধন্যবাদ । তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই পরকিয়ায় এখন ভারতীয়দের কাছে বৈধ করে তুলে ধরা হচ্ছে।
রিপোর্টের বিষয়
সুপারফ্যান
এই ব্যাজযুক্ত সমস্ত লেখক সাবস্ক্রিপশনের জন্য যোগ্য
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়