আপনার পছন্দের ভাষা বেছে নিন
হোম
শ্রেণী
লিখুন
সাইন ইন
আমাদের সমাজের মানুষ এখনও অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি ঝুঁকি না দেয়ার মত প্রাইভেসি না নিজেকে দিতে পেরেছে আর না বাকিদের।
আমি অয়ন। ডাক নাম আদিত্য। লিখতে ভালো লাগে তাই লিখি। আমি চাই লোকজন আমার লেখা পড়ুক, তাই লিখি। নিজের প্রিয় লেখাগুলোয় রেসপন্স না পেলে মন খারাপ লাগে। নিজের সম্পর্কে এর চেয়ে বেশী আমার জানা নেই। ঘুম, খাওয়া, অফিস আর ফাঁকা সময়ে লেখা ছাড়াও আর যেটা প্রিয় সেটা হল সিনেমা। বকম-বকম করতে বেশ লাগে। নতুন মানুষের সাথে আলাপ করতে ভালো লাগে। তাদের জাজ না করে, মিশতে ভালো লাগে। গান আর বই ভীষন প্রিয়। ফেসবুকে আছি। Ayan Adhikari নামে। গপাতে চাইলে মেসেজ করতে পারেন, প্রতিলিপির মেসেজ অপশনেই।
আমি অয়ন। ডাক নাম আদিত্য। লিখতে ভালো লাগে তাই লিখি। আমি চাই লোকজন আমার লেখা পড়ুক, তাই লিখি। নিজের প্রিয় লেখাগুলোয় রেসপন্স না পেলে মন খারাপ লাগে। নিজের সম্পর্কে এর চেয়ে বেশী আমার জানা নেই। ঘুম, খাওয়া, অফিস আর ফাঁকা সময়ে লেখা ছাড়াও আর যেটা প্রিয় সেটা হল সিনেমা। বকম-বকম করতে বেশ লাগে। নতুন মানুষের সাথে আলাপ করতে ভালো লাগে। তাদের জাজ না করে, মিশতে ভালো লাগে। গান আর বই ভীষন প্রিয়। ফেসবুকে আছি। Ayan Adhikari নামে। গপাতে চাইলে মেসেজ করতে পারেন, প্রতিলিপির মেসেজ অপশনেই।
রিপোর্টের বিষয়