বাবা,মা,বোনের সাথে আসামের গৌহাটি শহরে, মা কামাখ্যা মন্দিরের পাদদেশে বড় হওয়া। অর্থনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে, দিল্লীর বিজ্ঞাপন জগতে কর্মজীবন শুরু হয়। তারপর বিবাহের পর স্বামীর সাথে ভারতের বিভিন্ন শহরে ঘুরে, ঘুরে অভিজ্ঞতা অর্জন করে উচ্চমাধ্যমিক ক্লাসে অর্থনীতির শিক্ষিকা হিসাবে।
তার মধ্যে পুনা, শিলং, সুরতগড়, ইন্দোর, তেজপুর, রাঁচি বিখ্যাত। বর্তমান বৈশালী রাঁচিতে একটি কনভেন্ট স্কুলে শিক্ষিকা পদে আছে, এগেরো বছরের মেয়ে পুবালী আর স্বামীর সাথে আছে। লেখালেখির বিভিন্ন গ্রুপে সচারচর বিভিন্ন কবিতা, লেখা দিয়ে লেখার জগৎকে নিজের বানিয়ে, একাত্ম হয়েছে বৈশালী।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়