ছাপা বই:- "নীল চোখ নীল রক্ত", "এক ডাক্তারের অপমৃত্যু", "অন্য রঘুবীর ভিন্ন জানকী", "মৃত্যুদণ্ড", "ক্যাথারসিস", "ষড়রিপু" ও "সব নিষিদ্ধ নয়"।
প্রকাশিত একাধিক বিভিন্ন ধরনের যৌথ গল্প ও কবিতা সংকলনে ও ই-বুকে আমার লেখা অন্তর্ভূক্ত হয়েছে।
বন্ধু দেবযানী দত্তর সঙ্গে আমার দ্বৈত কবিতা সংকলন "আয়নায়" পৌঁছেছে আমাদের দেশের ও বিদেশের অগণিত পাঠকের হাতে। আন্তর্জাতিক বাংলা কবিতা মানচিত্রের এককোণে একটু স্থান "আয়নায়" অর্জন করেছে।
প্রাপ্ত পুরস্কারের সংখ্যা অনেকগুলি হলেও, তারমধ্যে অর্জিত সর্বাধিক উল্লেখ্যযোগ্য পুরস্কার:- সর্বভারতীয় বহুভাষিক একটি প্রকাশনা সংস্থা "স্টোরি মিরর" থেকে এডিটরস্ চয়েসে "অথর অফ দ্য ইয়ার, ২০২০" এবং "কলকাতা আন্তর্জাতিক মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল, ২০২১-এর অন্যতম সেরা সিনে-গল্পকার" এবং "প্রতিলিপি সেরা কলমকার অ্যাওয়ার্ড ২০২১-এর প্রথম পুরস্কার" এবং ৯১.৯ ফ্রেন্ডস্ এফএম আর.জে. রাজা কবিতা স্টুডিও "অয়ন সৃজন সম্মান ২০২১-২২"।
অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ব্লগিং এবং লিটলম্যাগ ও বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকায় এবং প্রকাশিত ও প্রকাশিতব্য বহুসংখ্যক গল্প ও কবিতা সঙ্কলনে লেখালেখি ও সম্পাদনা সহযোগিতায় সক্রিয় পরিচিত নাম। প্রতিলিপি এফএম (আমার প্রোফাইল লিংক https://pratilipifm.page.link/mFh2vmvNqQ7oeuhu8 ) এবং কয়েকটি জনপ্রিয় এফএম চ্যানেল এবং পডকাস্টের (ইউটিউব ও স্পটিফাই-তে) হাত ধরে আমার কয়েকটি গল্প-উপন্যাস ও কবিতা "অডিও" হিসেবেও সম্প্রচারিত হয়ে চলেছে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়