আমি কোনো পেশাদার লেখিকা নই। নিজের কল্পনাগুলোকে শব্দের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি মাত্র। লিখতে ভালো লাগে, তাই লিখি। কখনো কোনো চরিত্র হৃদয়ে জায়গা করে নেয়, কখনো কোনো অনুভূতি কলমে এসে ধরা দেয়। প্রতিলিপিতে অন্যদের গল্প পড়তে ভালোবাসি—নতুন ভাবনা, নতুন অনুভূতি, নতুন জগৎ খুঁজে পাওয়া যায় সেখানে।
সবকিছুর ঊর্ধ্বে, লোকনাথ বাবার প্রতি আমার অগাধ বিশ্বাস। তিনি আমার পথপ্রদর্শক, আমার আশ্রয়। কঠিন সময়েও তাঁর নাম মনে এলেই মনে সাহস আসে, আশার আলো দেখতে পাই। তিনি বলেছেন, "দুঃখে দুঃখী হবি না, ভয় পাবি না, আমি আছি।" এই কথাই শক্তি দেয়, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। জয় লোকনাথ বাবা! 🙏🙏
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়