মনে মনে ডানা মেলে উড়ে যাওয়ার বাসনা সবার মধ্যেই থাকে। ভাবনা গুলোকে কল্পনার রঙে রাঙিয়ে শব্দের আকারে প্রকাশ করার ইচ্ছে মনের গভীরে থাকেই। লেখালেখির সুপ্ত বাসনা অনেকদিন থেকেই ছিল। ক্লাস এইটে স্কুলে একটা ...
পেশা চিকিৎসা। ভালোবেসে লেখালেখি।
সেরা কলমকার -৬ প্রথম স্থান। প্রকাশিত বই-
ঝরা পাতারা
খেলাঘর
প্রতিলিপি এফএম অডিও -খেলাঘর
আমার Facebook page- কুসুমকুমারীর ইচ্ছেডানা/ Swarnalata Roy, Link-https://fb.me/swarnalataroykabiraj
আমার ব্যক্তিগত ব্লগ- kusumkumari1.blogspot.com
By profession doctor. Writing is my passion.
সারাংশ লিখুন
পেশা চিকিৎসা। ভালোবেসে লেখালেখি।
সেরা কলমকার -৬ প্রথম স্থান। প্রকাশিত বই-
ঝরা পাতারা
খেলাঘর
প্রতিলিপি এফএম অডিও -খেলাঘর
আমার Facebook page- কুসুমকুমারীর ইচ্ছেডানা/ Swarnalata Roy, Link-https://fb.me/swarnalataroykabiraj
আমার ব্যক্তিগত ব্লগ- kusumkumari1.blogspot.com
By profession doctor. Writing is my passion.
আপনার লেখার সঙ্গে আমার পরিচিতি ঘটে 2021 এর এপ্রিল মাসে। এক দুপুরে প্রতিলিপিতে ইতস্তত ভ্রমণের মধ্যে আপনার "কুড়ানি ও হৃদয়হীন রাজা"র প্রথম সিজনটা সাজেশনে আসে। নামটা পড়ে বেশ অদ্ভুত লেগেছিল, পড়তে শুরু করি। মোটামুটি দুই দিনের মতো লেগেছিল আমার শেষ করতে। প্রথম সিজনে অবশ্যই রাজবীরকে ভালো লাগেনি, আপনাকে সেটা বলেওছিলাম, জানিনা আপনার মনে আছে কিনা। না থাকাটাই স্বাভাবিক। আপনার লেখা পড়ে আমার আরো একটা আবেগ জেগেছিল ভিতরে ভিতরে। আজ সেই আবেগটাকে নিয়ে কাটাছেঁড়া করবো। আবেগটা হলো হিংসে।
আজ্ঞে হ্যাঁ ম্যাডাম, আমি স্বভাবতই হিংসুটে একটা মেয়ে, এর কারণ... হিংসার কোনো যুক্তিসঙ্গত কারণ হয় কি? তবে আমি এইটাই ভাবতাম যে "আমিও তো একজন লেখিকা, এই মানুষটা এরকম একটা পচা হিরো বানিয়ে এত খ্যাতি পেলো (আমি সিজন ওয়ানের কথা বলছি) আর আমি বিখ্যাত হতে পারছি না? সবাই প্রতিলিপিতে এসেই কত নাম করছে, রোজগার করছে, আমি কি দোষ করলাম?"
তো হ্যাঁ, আপনাকে হিংসে করতাম। হিংসে করে আপনার বাকি অনেক গল্পে আমি রিভিউ দিতাম না। নিজের মনের মধ্যে যে আগুনটা জ্বালিয়েছিলম তাতেই আপনার উদ্দেশ্যে মনে মনে করা সব কমপ্লিমেন্ট, অ্যাপ্রিসিয়েশনগুলো স্বাহা হয়ে যাচ্ছিল। মনটা আমার বড়ো নয় ম্যাডাম, বড়ো করে ভাবতে আমি শিখিনি। আমি স্বভাবতই ছোট মনের মানুষ। এই যাবত মানুষকে হিংসে করে করেই কাটিয়েছি, তার বদলে যদি নিজের লেখায় জোর দিতাম, কাজে দিত। না শরীরে কুলোতে পেরেছে, আর না মনে। লোককে হিংসে করতে করতে নিজের উপরই নিজের রাগ হতো। আজ স্বীকার করছি আপনাদের নকল করতে চেয়েছি অনেকভাবে। কিন্তু পারিনি, জানেন।
একদিন আবিষ্কার করলাম যতই আপনার উপর আমার হিংসে হোক না কেন আপনার লেখাগুলো থেকে চোখ সরাতে পারছি না আমি। একবার একেকটা গল্প পড়তে শুরু করলে দিনরাত এক করে পড়ি। এত করে যদি নিজের গ্র্যাজুয়েশনের পড়া করতাম আমাকে কলেজ topper হতে কেউ আটকাতে পারত না। কখনো কখনো তো গল্পের বই খুলে কিছু কিছু ভালোলাগার জায়গাগুলো এমনিই পড়তে থাকি, মনকে খোরাক দেওয়ার জন্য। এই করেই একদিন দেখলাম মনের আগুনটা নিভে বেশ ঠাণ্ডা ঠাণ্ডা লাগছে। থাক না আমরা যেমন আছি। আপনি আপনার মত আছেন, আমি আমার মত আছি। হ্যাঁ, আমি বিশাল কেউ নই আপনাদের (আপনার, রিমা দির, রত্না দির, সংঘমিত্রা ম্যাডামের) তুলনায়, তাতে কি আসে যায়? আপনারা আপনাদের মন থেকে যতটা অফার করার করছেন, আমার পক্ষে যতটা দেওয়া সম্ভব, দিচ্ছি। এখন আর খারাপ লাগে না, বেশ আছি। হিংসে করে করে পেট ব্যথা বাঁধানোর বদলে আপনাদের গল্পগুলো পড়ে দিব্যি মনের কানায় কানায় ভরে ফেলছি। ভালো লাগে, এই ভালো লাগার কোনো মানে নেই, কোনো অ্যালগরিদম নেই। আপনার সঙ্গে আলাপ করেও ভালো লাগে, আবার আপনার দৌলতে কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে তাদেরকেও আলিঙ্গন করতে আমার কোনো অসুবিধা হয়নি। এটা হতই না যদি আমি সেদিন কৌতূহলবশত কুড়ানি ও হৃদয়হীন রাজা পড়া শুরু না করতাম। রাজবীর প্রথম সিজনে পচা নায়ক হতে পারে, পরের সিজনে ও আমাকেও বাঁচিয়েছে, আঁখিকেও। অনেক অনেক ভালোবাসা নেবেন, অনেক অনেক শুভেচ্ছা। ❤️❤️❤️❤️
রিপোর্টের বিষয়
সুপারফ্যান
এই ব্যাজযুক্ত সমস্ত লেখক সাবস্ক্রিপশনের জন্য যোগ্য
প্রতিলিপিকে অনেক ধন্যবাদ।আমাদের এতো সুন্দর একজন লেখিকা উপহার হিসেবে দেওয়ার জন্য।যার চিন্তা ভাবনা এতো সুন্দর এবং উন্নত। আপনার লেখা প্রথম যেটা পড়ি সেটা কুড়ানি ও হৃদয়হীন রাজা।এই গল্প পড়ার পর থেকে আমি আপনার ভক্ত হয়ে যাই তারপর থেকে আপনার প্রতিটি গল্প পড়েই চলেছি।কি অসম্ভব সুন্দর আপনার লেখা আর চিন্তা ভাবনা। আপনার প্রতিটি গল্প আমার মনের গভীরে স্থান পেয়েছে। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার কাছে শুধু বলবো আপনার লেখা যেন আরো বেশি করে পড়তে পারি। অনেক ধন্যবাদ আপনাকে ও আমাদের সবার প্রতিলিপিকে।
রিপোর্টের বিষয়
সুপারফ্যান
এই ব্যাজযুক্ত সমস্ত লেখক সাবস্ক্রিপশনের জন্য যোগ্য
Tomar lakha jodi kau na pore chole jai tahole sata tar sob thake boro vul hobe ...ami jokhon porte suru korachillam ami tokhono vabini ja ami aivabe wait kore thakbo tomar golper jonno ....Akta special thenx tomar pauna chilo tumi ja dampoto 1 likhiachilla sata akjoner jibon bodlate sahajo korache ...amar khub kacher akjon didi jokhon dakhlam or jibontau onakta dampotto 1 moto cholche sudhu parthokko chilo ..ja o bepar take charur moto kore nichillo na ...tokhon oke suggest kori oi golpota porar jonno ...tomar golpo porai bujachi amra jatake vison jotil kichu vabi sata asole oto tau jotil na vabe Santo mathay bepar ta ke handle korte hoi ......oi didir akhon onak valo ache ....sudhu akta thenx dila tomay onak onak thenx amader ato golpo upohar dauar jonno ....tachara amar protilipi ta asa golpo lakhar jonnoi ...kintu asa dakhlam akhane prochur lakhok ....tai nijake aktu guchia nauar jonno lakha porte suru korlam tokhoni tomar lekha chokha porlo ... jokhon pora suru korachillam tokhono vabini kono lekha manuske atota pagol kore tulte pare ki osomvob sob lekha ...tomar lekhar jotoy bolli na kano kichu Kom pore jabe.....Ha ami jokhon suru korbo tokhon kintu tumio amake help koro .....onak bisoi jagulo amader ojana thake jai ..saisob bisoi nia ... love a lot ...❤️
রিপোর্টের বিষয়
সুপারফ্যান
এই ব্যাজযুক্ত সমস্ত লেখক সাবস্ক্রিপশনের জন্য যোগ্য
আপনার লেখার সঙ্গে আমার পরিচিতি ঘটে 2021 এর এপ্রিল মাসে। এক দুপুরে প্রতিলিপিতে ইতস্তত ভ্রমণের মধ্যে আপনার "কুড়ানি ও হৃদয়হীন রাজা"র প্রথম সিজনটা সাজেশনে আসে। নামটা পড়ে বেশ অদ্ভুত লেগেছিল, পড়তে শুরু করি। মোটামুটি দুই দিনের মতো লেগেছিল আমার শেষ করতে। প্রথম সিজনে অবশ্যই রাজবীরকে ভালো লাগেনি, আপনাকে সেটা বলেওছিলাম, জানিনা আপনার মনে আছে কিনা। না থাকাটাই স্বাভাবিক। আপনার লেখা পড়ে আমার আরো একটা আবেগ জেগেছিল ভিতরে ভিতরে। আজ সেই আবেগটাকে নিয়ে কাটাছেঁড়া করবো। আবেগটা হলো হিংসে।
আজ্ঞে হ্যাঁ ম্যাডাম, আমি স্বভাবতই হিংসুটে একটা মেয়ে, এর কারণ... হিংসার কোনো যুক্তিসঙ্গত কারণ হয় কি? তবে আমি এইটাই ভাবতাম যে "আমিও তো একজন লেখিকা, এই মানুষটা এরকম একটা পচা হিরো বানিয়ে এত খ্যাতি পেলো (আমি সিজন ওয়ানের কথা বলছি) আর আমি বিখ্যাত হতে পারছি না? সবাই প্রতিলিপিতে এসেই কত নাম করছে, রোজগার করছে, আমি কি দোষ করলাম?"
তো হ্যাঁ, আপনাকে হিংসে করতাম। হিংসে করে আপনার বাকি অনেক গল্পে আমি রিভিউ দিতাম না। নিজের মনের মধ্যে যে আগুনটা জ্বালিয়েছিলম তাতেই আপনার উদ্দেশ্যে মনে মনে করা সব কমপ্লিমেন্ট, অ্যাপ্রিসিয়েশনগুলো স্বাহা হয়ে যাচ্ছিল। মনটা আমার বড়ো নয় ম্যাডাম, বড়ো করে ভাবতে আমি শিখিনি। আমি স্বভাবতই ছোট মনের মানুষ। এই যাবত মানুষকে হিংসে করে করেই কাটিয়েছি, তার বদলে যদি নিজের লেখায় জোর দিতাম, কাজে দিত। না শরীরে কুলোতে পেরেছে, আর না মনে। লোককে হিংসে করতে করতে নিজের উপরই নিজের রাগ হতো। আজ স্বীকার করছি আপনাদের নকল করতে চেয়েছি অনেকভাবে। কিন্তু পারিনি, জানেন।
একদিন আবিষ্কার করলাম যতই আপনার উপর আমার হিংসে হোক না কেন আপনার লেখাগুলো থেকে চোখ সরাতে পারছি না আমি। একবার একেকটা গল্প পড়তে শুরু করলে দিনরাত এক করে পড়ি। এত করে যদি নিজের গ্র্যাজুয়েশনের পড়া করতাম আমাকে কলেজ topper হতে কেউ আটকাতে পারত না। কখনো কখনো তো গল্পের বই খুলে কিছু কিছু ভালোলাগার জায়গাগুলো এমনিই পড়তে থাকি, মনকে খোরাক দেওয়ার জন্য। এই করেই একদিন দেখলাম মনের আগুনটা নিভে বেশ ঠাণ্ডা ঠাণ্ডা লাগছে। থাক না আমরা যেমন আছি। আপনি আপনার মত আছেন, আমি আমার মত আছি। হ্যাঁ, আমি বিশাল কেউ নই আপনাদের (আপনার, রিমা দির, রত্না দির, সংঘমিত্রা ম্যাডামের) তুলনায়, তাতে কি আসে যায়? আপনারা আপনাদের মন থেকে যতটা অফার করার করছেন, আমার পক্ষে যতটা দেওয়া সম্ভব, দিচ্ছি। এখন আর খারাপ লাগে না, বেশ আছি। হিংসে করে করে পেট ব্যথা বাঁধানোর বদলে আপনাদের গল্পগুলো পড়ে দিব্যি মনের কানায় কানায় ভরে ফেলছি। ভালো লাগে, এই ভালো লাগার কোনো মানে নেই, কোনো অ্যালগরিদম নেই। আপনার সঙ্গে আলাপ করেও ভালো লাগে, আবার আপনার দৌলতে কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে তাদেরকেও আলিঙ্গন করতে আমার কোনো অসুবিধা হয়নি। এটা হতই না যদি আমি সেদিন কৌতূহলবশত কুড়ানি ও হৃদয়হীন রাজা পড়া শুরু না করতাম। রাজবীর প্রথম সিজনে পচা নায়ক হতে পারে, পরের সিজনে ও আমাকেও বাঁচিয়েছে, আঁখিকেও। অনেক অনেক ভালোবাসা নেবেন, অনেক অনেক শুভেচ্ছা। ❤️❤️❤️❤️
রিপোর্টের বিষয়
সুপারফ্যান
এই ব্যাজযুক্ত সমস্ত লেখক সাবস্ক্রিপশনের জন্য যোগ্য
প্রতিলিপিকে অনেক ধন্যবাদ।আমাদের এতো সুন্দর একজন লেখিকা উপহার হিসেবে দেওয়ার জন্য।যার চিন্তা ভাবনা এতো সুন্দর এবং উন্নত। আপনার লেখা প্রথম যেটা পড়ি সেটা কুড়ানি ও হৃদয়হীন রাজা।এই গল্প পড়ার পর থেকে আমি আপনার ভক্ত হয়ে যাই তারপর থেকে আপনার প্রতিটি গল্প পড়েই চলেছি।কি অসম্ভব সুন্দর আপনার লেখা আর চিন্তা ভাবনা। আপনার প্রতিটি গল্প আমার মনের গভীরে স্থান পেয়েছে। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার কাছে শুধু বলবো আপনার লেখা যেন আরো বেশি করে পড়তে পারি। অনেক ধন্যবাদ আপনাকে ও আমাদের সবার প্রতিলিপিকে।
রিপোর্টের বিষয়
সুপারফ্যান
এই ব্যাজযুক্ত সমস্ত লেখক সাবস্ক্রিপশনের জন্য যোগ্য
Tomar lakha jodi kau na pore chole jai tahole sata tar sob thake boro vul hobe ...ami jokhon porte suru korachillam ami tokhono vabini ja ami aivabe wait kore thakbo tomar golper jonno ....Akta special thenx tomar pauna chilo tumi ja dampoto 1 likhiachilla sata akjoner jibon bodlate sahajo korache ...amar khub kacher akjon didi jokhon dakhlam or jibontau onakta dampotto 1 moto cholche sudhu parthokko chilo ..ja o bepar take charur moto kore nichillo na ...tokhon oke suggest kori oi golpota porar jonno ...tomar golpo porai bujachi amra jatake vison jotil kichu vabi sata asole oto tau jotil na vabe Santo mathay bepar ta ke handle korte hoi ......oi didir akhon onak valo ache ....sudhu akta thenx dila tomay onak onak thenx amader ato golpo upohar dauar jonno ....tachara amar protilipi ta asa golpo lakhar jonnoi ...kintu asa dakhlam akhane prochur lakhok ....tai nijake aktu guchia nauar jonno lakha porte suru korlam tokhoni tomar lekha chokha porlo ... jokhon pora suru korachillam tokhono vabini kono lekha manuske atota pagol kore tulte pare ki osomvob sob lekha ...tomar lekhar jotoy bolli na kano kichu Kom pore jabe.....Ha ami jokhon suru korbo tokhon kintu tumio amake help koro .....onak bisoi jagulo amader ojana thake jai ..saisob bisoi nia ... love a lot ...❤️
রিপোর্টের বিষয়
সুপারফ্যান
এই ব্যাজযুক্ত সমস্ত লেখক সাবস্ক্রিপশনের জন্য যোগ্য
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়