।।প্রফেশানে আমি এক জন চিকিৎসক ,সেবাই আমার ধর্ম।।
আমি একজন কামার শালে পুড়িয়ে পেটানো লোহা !
আমার হারিয়ে যাওয়া আর পাওয়ার মধ্যে কোনটাই আমার আকাঙ্ক্ষিত নয় । দরিদ্র পরিবারের আমার জন্ম গ্রহণ। এটাই বাস্তব। ছোট্ট বেলা থেকে আমার স্বপ্নটাকে নেশা। আর নেশা টাকে পেশায় পরিনত করা আমার লক্ষ্য। এই কথা শুনে অনেকেই ভাবেন যে, একজন পাগল ছাড়া আর কিছু নয়। পাগল না হলে দেশে দশের একজন হবো কি করে বলুন ? আমার কয়েকটি নেশা হলো খেলা, ধূলো, টিভির খবর, খবরের কাগজ পড়া,বই পড়া, অভিনয় দেখা এবং নিজে এক জন অভিনেতা। সর্বশেষ প্লাটফর্ম হলো প্রতিলিপি তে আমার লেখা। আপনারা খুশী হলে আমার লেখা স্বার্থক হবে। আমার লেখনী আপনাদের মনের কোনায় স্থান পেলে, আপনারা আমাকে অনুসরণ করে তরান্বিত করতে সহায়তা প্রদান করবেন। আপনাদের প্রতি আমার স্রদ্ধা নিবেন জানালাম। আশা করবো আপনারা সুস্থ স্বাভাবিক এবং ভালো থাকবেন এই কামনা করি। নমস্কার 🙏।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়