আমি ছোট থেকেই কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, গান, নাটক লিখতে শুরু করি। বৈশাখ মাসেরএক দুপুরে ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে বর্জ্য পাত হচ্ছে তাই আমরা সবাই বিছানার নীচে বসে আছি তখন সবাই চুপ করে বসে আছে আমি তখন বসে বসে ভাবলাম অহেতুক বসে না থেকে বরং আমি কবিতা লিখতে শুরু করি। সেই দুপুরেই আমি আমার প্রথম কবিতা লেখা শুরু করি। ওই কবিতার নাম রাখি" বৃষ্টি"।সেই দুপুর থেকেই আমার কবিতা লেখা শুরু। আমি কবিতা,গান,গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লেখার অনুপ্রেরণা পায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। আমি যখন স্কুলে পড়তাম তখন বাংলা বইতে কত কবিতা লেখা থাকত তার সঙ্গে কবির নাম লেখা থাকত। আমারও ইচ্ছে করতো আমার কবিতাও বাংলা বইতে লেখা থাকবে। আমি ও কবিতা লেখার জন্য পুরস্কার পাই।আমি একদিন "শান্তিনিকেতনে" গিয়ে রবি ঠাকুরের কবিতা লেখার বই দেখে অবাক হয়ে গিয়ে ছিলাম। তারপর থেকে আমি ও বই লেখা শুরু করি। একদিন আমি প্রতিলিপি অ্যাপের সন্ধান পাই। তারপর থেকে আমি প্রতিলিপিতেই কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গল্প, অনুগল্প, বড় গল্প, নাটক, গান লেখা শুরু করি।
রিপোর্টের বিষয়