pratilipi-logo প্রতিলিপি
বাংলা

সাক্ষাৎকার

5
23

আমি শম্পা নীল। শ্রীরামপুর কলেজ থেকে বি.এ পাশ করার পরই বাবা মা নিজেদের পছন্দের মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়। ইচ্ছা থাকলেও পড়াশোনা আর হয়ে ওঠেনি। সংসার হয়, একটি কন্যাসন্তান হয়। তাকে ঘিরেই বেশ ছিলাম। ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
শম্পা দেবনাথ খাঁ

নমস্কার আমি শম্পা নীল নামেই লেখালেখি করে থাকি। যে সময় থেকে মানুষ তার সুখ দুঃখ হাসি কান্না বুঝতে শেখে সেদিন থেকেই আমার লেখা শুরু। বিভিন্ন গ্রুপে পত্র পত্রিকায় ও বইতে আমার লেখা ছাপা হয়েছে। তারপরই এই প্রতিলিপি প্লাটফর্মে লেখা শুরু করি। আপনাদের পাশে পেয়ে আমি আপ্লুত। ভবিষ্যতেও আপনাদের সাথে নিয়ে এগোতে চাই। পাশে থাকবেন, সমর্থন করবেন- এটাই আমার পাথেয় হয়ে থাকবে। চেনা মানুষদের থেকে আঘাত পাওয়ার পর এখন বন্ধুসংখ্যা প্রায় নেই বললেই চলে। বন্ধু শুধু লেখা পড়া আর আমার প্রিয় পাঠকরা। "মানুষের সাথে মিশে দেখেছি- ওরা মনে আঁটে নানা ফন্দি। তাই সব ভুলে হয়ে গেছি আজ- খাতায় কলমে বন্দী।"

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    সাগ্নিক
    20 জানুয়ারী 2025
    খুব ইনস্পাইরি ছিল কথাটিতে বিশেষ করে আমার গল্প পড়তে ভালো লাগে ছোট থেকে একবার আমি লিখেছিলাম ক্লাস নাইনে তাও আবার পুরোনো খাতায় তারপর সেটা পাঁচ টাকায় বিক্রি হয়ে যায় কিলো দরে তারপর স্কুলের প্রজেক্টেও গল্প লেখার প্রজেক্ট হত লিখতাম। তারপর লকডাউনে ওডিওবুক শুনতাম মিরের গলায়। তারপর ভাবলাম কেনো না আমিও লিখি কিন্তু লিখব কোথায় লিখলে যদি কেউ না পড়ে এসব ভেবে আর লিখিনি তারপর অনেক দিন ভাবছিলাম প্রতিলিপিতে লিখব কিন্তু পাঠক হিসেবে পড়তাম শুধু তারপর বারবার প্রতিলিপি আনইন্সটল করে দিতাম । এই বছরে মোট ৫ দিন আগে আমি ভাবলাম কেনোনা লেখা যাক পড়া ও কাজের পাশাপাশি । তাই ভাবতে ভাবতে শেষে একটা লিখেই ফেললাম । আমি প্রতিলিপিতে এসছি পাঠক হিসেবে সবার গল্প পড়বো পড়তে পড়তে শিখব তারপর নিজের মতন করে একটা গল্প লিখতে পারবো। ওই জন্যে পাঠক হিসেবে অনেকের গল্প পড়ছি তারপর আবার লিখছি তাদের রিভিউ দিচ্ছি তারাও আমাকে সহযোগিতা করছে । সে যাইহোক আমি শেয়ার করলাম আপনার লেখা পড়ে আমার মনে পড়ে গেলো তাই আপনাকে মন্তব্যে একটু শেয়ার করলাম। পাশে থাকবেন যেহুতু বেশিদিন হয়নি লিখছি সবে পাঁচদিন হলো আমিও আপনার গল্প পড়বো রিভিউ দেবো । আর আপনাকেও আমার লেখা পড়বার আমন্ত্রণ রইলো জানাবেন কেমন হয়েছে যাতে আমি আগ্রহ পাই । ধন্যবাদ লিখতে থাকুন সঙ্গে আছি । আর সাথে ক্ষমা চাচ্ছি এত বড় মন্তব্য লেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন। 🤗🙏🙏🙏
  • author
    DEEP BANERJEE
    24 জানুয়ারী 2025
    আপনাকে অনুসরণ করতেই এই লেখাটি চোখে পড়লো পড়তে পড়তে বুঝলামআপনি খুব ভালো সুন্দর টিপস দিয়েছেন তার জন্যে অনেক ধন্যবাদ নতুন লেখকদের জন্যও শিক্ষণীয় থাকবে।। আমি লিখতে খুব ভালোবাসি অনেকবার ভেঙ্গেও পড়ি যখন কোনো লেখক আসেনা পড়েনা কিন্তু হার মেনেছি অনেকবার পরে ভাবলাম না এভাবে বসলে চলবে না পরবর্তীকালে এটা জেনেছি যে লেখালেখির মধ্যে থাকলেই যেন এটাই আমাদের সঙ্গে হয়ে যায়। পাঠক ঠিক আসবে কিন্তু লিখে যেতে হবে এটা জেনেছি যখন প্রথম প্রতিলিপি খোঁজ আমি গুগলে পাই সেখান থেকেই লিখি ঠিকই কিন্তু তখন সাহস হয়নি আগের বছর ক্রিয়াটার্স প্রোগ্রাম এ জয়েন করার পর একটা সাহস এসছিলো সত্যি বলতে প্রতিলিপি অনেক সাহায্য করছে করেও যাচ্ছে নতুন লেখক দের জন্যে যাইহোক আমি সত্যি অনুপ্রাণিত হলাম আপনার লেখাটি পড়ে এটাও যেন একটা শিক্ষা বলে আমি মনে করি। ধন্যবাদ এত ভালো উপদেশ দেওয়ার জন্য আমার লেখা গুলি পড়বার অনুরোধ রইলো একটু সঙ্গে থাকবেন ধন্যবাদ 🙏🙏🙏
  • author
    13 ফেব্রুয়ারি 2025
    বা! আপনার লেখার মনোভাব কে সম্মান জানাই। লেখাকে পাথেও করে আপনি আপনার মনের ওষুধ খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো। আসলে সময়াভাবে লেখা হয়না, ছোট থেকেই লেখার প্রতি ঝোঁক, প্রতিলিপিতে ২০১৬ থেকে আছি। তবে খুব একটা লিখে উঠতে পারিনা। ওদের অনেক প্রোগ্রামে অংশ নিলেও লেখা আর শেষ করে উঠতে পারিনা। আপনার অনুপ্রেরণা মূলক লেখাটি অনেক কেই অনুপ্রেরণা দেবে।
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    সাগ্নিক
    20 জানুয়ারী 2025
    খুব ইনস্পাইরি ছিল কথাটিতে বিশেষ করে আমার গল্প পড়তে ভালো লাগে ছোট থেকে একবার আমি লিখেছিলাম ক্লাস নাইনে তাও আবার পুরোনো খাতায় তারপর সেটা পাঁচ টাকায় বিক্রি হয়ে যায় কিলো দরে তারপর স্কুলের প্রজেক্টেও গল্প লেখার প্রজেক্ট হত লিখতাম। তারপর লকডাউনে ওডিওবুক শুনতাম মিরের গলায়। তারপর ভাবলাম কেনো না আমিও লিখি কিন্তু লিখব কোথায় লিখলে যদি কেউ না পড়ে এসব ভেবে আর লিখিনি তারপর অনেক দিন ভাবছিলাম প্রতিলিপিতে লিখব কিন্তু পাঠক হিসেবে পড়তাম শুধু তারপর বারবার প্রতিলিপি আনইন্সটল করে দিতাম । এই বছরে মোট ৫ দিন আগে আমি ভাবলাম কেনোনা লেখা যাক পড়া ও কাজের পাশাপাশি । তাই ভাবতে ভাবতে শেষে একটা লিখেই ফেললাম । আমি প্রতিলিপিতে এসছি পাঠক হিসেবে সবার গল্প পড়বো পড়তে পড়তে শিখব তারপর নিজের মতন করে একটা গল্প লিখতে পারবো। ওই জন্যে পাঠক হিসেবে অনেকের গল্প পড়ছি তারপর আবার লিখছি তাদের রিভিউ দিচ্ছি তারাও আমাকে সহযোগিতা করছে । সে যাইহোক আমি শেয়ার করলাম আপনার লেখা পড়ে আমার মনে পড়ে গেলো তাই আপনাকে মন্তব্যে একটু শেয়ার করলাম। পাশে থাকবেন যেহুতু বেশিদিন হয়নি লিখছি সবে পাঁচদিন হলো আমিও আপনার গল্প পড়বো রিভিউ দেবো । আর আপনাকেও আমার লেখা পড়বার আমন্ত্রণ রইলো জানাবেন কেমন হয়েছে যাতে আমি আগ্রহ পাই । ধন্যবাদ লিখতে থাকুন সঙ্গে আছি । আর সাথে ক্ষমা চাচ্ছি এত বড় মন্তব্য লেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন। 🤗🙏🙏🙏
  • author
    DEEP BANERJEE
    24 জানুয়ারী 2025
    আপনাকে অনুসরণ করতেই এই লেখাটি চোখে পড়লো পড়তে পড়তে বুঝলামআপনি খুব ভালো সুন্দর টিপস দিয়েছেন তার জন্যে অনেক ধন্যবাদ নতুন লেখকদের জন্যও শিক্ষণীয় থাকবে।। আমি লিখতে খুব ভালোবাসি অনেকবার ভেঙ্গেও পড়ি যখন কোনো লেখক আসেনা পড়েনা কিন্তু হার মেনেছি অনেকবার পরে ভাবলাম না এভাবে বসলে চলবে না পরবর্তীকালে এটা জেনেছি যে লেখালেখির মধ্যে থাকলেই যেন এটাই আমাদের সঙ্গে হয়ে যায়। পাঠক ঠিক আসবে কিন্তু লিখে যেতে হবে এটা জেনেছি যখন প্রথম প্রতিলিপি খোঁজ আমি গুগলে পাই সেখান থেকেই লিখি ঠিকই কিন্তু তখন সাহস হয়নি আগের বছর ক্রিয়াটার্স প্রোগ্রাম এ জয়েন করার পর একটা সাহস এসছিলো সত্যি বলতে প্রতিলিপি অনেক সাহায্য করছে করেও যাচ্ছে নতুন লেখক দের জন্যে যাইহোক আমি সত্যি অনুপ্রাণিত হলাম আপনার লেখাটি পড়ে এটাও যেন একটা শিক্ষা বলে আমি মনে করি। ধন্যবাদ এত ভালো উপদেশ দেওয়ার জন্য আমার লেখা গুলি পড়বার অনুরোধ রইলো একটু সঙ্গে থাকবেন ধন্যবাদ 🙏🙏🙏
  • author
    13 ফেব্রুয়ারি 2025
    বা! আপনার লেখার মনোভাব কে সম্মান জানাই। লেখাকে পাথেও করে আপনি আপনার মনের ওষুধ খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো। আসলে সময়াভাবে লেখা হয়না, ছোট থেকেই লেখার প্রতি ঝোঁক, প্রতিলিপিতে ২০১৬ থেকে আছি। তবে খুব একটা লিখে উঠতে পারিনা। ওদের অনেক প্রোগ্রামে অংশ নিলেও লেখা আর শেষ করে উঠতে পারিনা। আপনার অনুপ্রেরণা মূলক লেখাটি অনেক কেই অনুপ্রেরণা দেবে।