নমস্কার আমি শম্পা নীল নামেই লেখালেখি করে থাকি। যে সময় থেকে মানুষ তার সুখ দুঃখ হাসি কান্না বুঝতে শেখে সেদিন থেকেই আমার লেখা শুরু। বিভিন্ন গ্রুপে পত্র পত্রিকায় ও বইতে আমার লেখা ছাপা হয়েছে। তারপরই এই প্রতিলিপি প্লাটফর্মে লেখা শুরু করি। আপনাদের পাশে পেয়ে আমি আপ্লুত। ভবিষ্যতেও আপনাদের সাথে নিয়ে এগোতে চাই। পাশে থাকবেন, সমর্থন করবেন- এটাই আমার পাথেয় হয়ে থাকবে। চেনা মানুষদের থেকে আঘাত পাওয়ার পর এখন বন্ধুসংখ্যা প্রায় নেই বললেই চলে। বন্ধু শুধু লেখা পড়া আর আমার প্রিয় পাঠকরা।
"মানুষের সাথে মিশে দেখেছি- ওরা মনে আঁটে নানা ফন্দি।
তাই সব ভুলে হয়ে গেছি আজ- খাতায় কলমে বন্দী।"
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়