মেকানিক্যাল এঞ্জিনীয়ার। লেখার থেকেও বেশি ভালবাসি পড়তে।
মাঝেমধ্যে আমার মনে লেখার তেষ্টা আসে, যা অবশ্য স্ব-মর্জি নির্ভর।
আছে আরেক তেষ্টা
লেখার পাশাপাশি কিছু
বলারও করি চেষ্টা
তবে সেই এ্যাকাউন্ট টি আছে 👇চ্যানেলে
https://www.youtube.com/@dhruboganguly2010
এই অধমের নাম সেখানে ধ্রুব (DHRUBO GANGULY) নিছক সরল এক একটা প্রচেষ্টা সেখানেও আছে।
ইচ্ছে হলে শুনবেন
ভাল লাগলে বলবেন 🙏
যাই হোক
লেখায় কৌলীন্য অর্জন করতে না পারলেও পাঠক হিসেবে আমি নেহাৎ ফেলনা নই। জমিয়ে গল্প কবিতা পড়ব।
তবে ভাল-টাকে ভাল আর খারাপটা খারাপ - এইটা বলতে ও শুনতে চাই। শুধুই নির্বাক অনুসরণ কোনো পক্ষে সত্যিই কিছু প্রমাণ করে কি?
আর একটা কথা
ভালো লাগলে শুধু মূল্যায়ন নয় অবশ্যই কিছু মন্তব্য করবেন
ঠিক যেমন ভাল না লাগলেও 'ভালো হয়েছে' ইত্যাদি দয়া করে বলবেন না।
কেন 'খারাপ' সেটা বললে আরো ভাল হয়।
মোক্ষম সমালোচনা পেলে লেখারও চেষ্টা করব; অর্থাৎ
"উৎসাহ দিতে" নিছক ফাঁকা প্রশংসায় নয় বরং আমি খারাপ লাগার কারণটায় বেশি উৎসাহী।
তবে তেমন তেমন ভালো লেগে গেলে দ্ব্যর্থহীন প্রশংসা না করাটা আবার আপনারই কার্পণ্য।
এটা কিন্তু বিনম্র ভাবেই বললাম।
সঠিক আশকারা আর আশা
তা পেতেই প্রতিলিপিতে আসা।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়