নমস্কার নেবেন, আমার সকল প্রিয় ভাই, বোন ও আমার শ্রদ্ধেয় গুরুজনরা| আমি প্রতিলিতে নতুন| আপনারা সবাই কেউ আমার ভাই, কেউ আবার বোন, কেউ দিদি, কেউ হয়তো দাদা, কেউ আছেন গুরুজন আবার কেউ হয়তো আমার থেকে ছোট| কিন্তু, আমরা সবাই একটা পরিবারের মতই| আমি এই নতুন লেখালেখি শুরু করেছি| আপনাদের এই প্রতিলিপি পরিবারে নতুন সদস্য হয়ে এসেছি| যদিও আমার তেমন লেখার অভিজ্ঞতা নেই| কিন্তু, আপনারা সবাই আমার আপন জনের মতো হওয়ায় দয়া করে আমার মতো অধমের লেখাগুলি সময় পেলে একটু পড়ে দেখবেন| যদি ভালো লাগে, তাহলে আমাকে নিজের কোনো আপন জন ভেবে একটু উৎসাহিত করবেন| সবে কলম ধরেছি| যদি উৎসাহ পাই, তাহলে আরো ভালোভাবে লেখার চেষ্টা করবো| যদি আমার লেখায় কোনো দোষ, ত্রুটি খুঁজে পান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন ও কোনো ধরনের মিষ্টেইক হলে অপরাদ মাপ করবেন| আমার আরাধ্য গুরুজনদের আমার মন থেকে প্রণাম এবং আশীর্বাদ করবেন যেন একদিন ভালো লেখক হিসেবে নিজের পরিচয় বানাতে পারি| নমস্কার|
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়