জন্ম ২৬শে ডিসেম্বর ১৯৮৬ । কোলকাতা । বেড়ে ওঠা শিল্পনগরী দুর্গাপুরে, সেখানে বিধান স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয় CMERI থেকে স্কুল শিক্ষা লাভ । ইংরেজি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ । অভিনেতা, বেতার ব্যক্তিত্ব, নাট্যকার, চিত্রনাট্যকার ও নির্দেশক । ' দৃষ্টি এখন ' নাট্যগোষ্ঠীর কর্ণধার ।
উত্তর আধুনিক মানসিকতার যুবক হিসেবে তাঁর লেখায় থাকে সোজাসাপটা দৃষ্টিভঙ্গি, ফর্মালিজম, এক্সিস্টেনশিয়ালিজম । রাজনীতি, সমাজ, যৌনতা ও ধর্ম ইত্যাদি বিষয়ে অত্যন্ত ঠোঁটকাটা । প্রেম, প্রতিবাদ ও যৌনতা একইসঙ্গে তাঁর লেখার ছত্রে ছত্রে থাকে ।
রিপোর্টের বিষয়