ভ্রমণ আমার সবচেয়ে পছন্দের বিষয়। আমি বিজ্ঞানের ছাত্র হয়েও ইতিহাস খুব ভালোবাসি। তাই কোন জ্যায়গা ভ্রমণ করলে তার উৎসহজনক ইতিহাস আমাকে খুব টানে। বিশেষ করে রাজাদের কথা,তাদের যুদ্ধজয়,ধর্মীয় স্থান প্রতিষ্ঠা এই সব আমায় খুব টানে। তাই আমি চাই এই সব এমন অনেক জিনিস যা বহুপরিচিত নয় তাই সকলকে আমার লেখার মাধ্যমে জানাতে। আর আমি চাই আমার ভ্রমণ কাহিনী পরে আপনারাও ভ্রমণে উতসাহিত হোন এবং ভ্রমণ করুন ও ভ্রমণ কাহিনী লিখুন।........
আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক নিচে দিলাম ইচ্ছুক সকলে আমার সঙ্গে ফেসবুকে যুক্ত হতে পারেন।
https://www.facebook.com/nirmalya.nandi.90
এছাড়া আমার একটি ইউ টিউব চ্যানেলও রয়েছে "NIRMALYA VIDEOS" নামে আপনারা চাইলে দেখতে পারেন বিভিন্ন জ্যায়গার ভ্রমণ ও সংস্কৃতি তুলে ধরতে চেয়েছি।
আর যারা একান্ত ভাবে বন্ধু হতে চান লেখা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত আলোচনা করতে চান তাদের আমি আমার হোয়াটস অ্যাপে সাদরে অভিনন্দন জানাচ্ছি। 7550997714 এই হল আমার হোয়াটস অ্যাপ নম্বর আপনাদের স্বাগত জানাই। ভালো থাকুন। অনেক ধন্যবাদ। 💐💐💐💐
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়