pratilipi-logo প্রতিলিপি
বাংলা

মানছি না মানবো না

5
25

মানছি না মানবো না বাবুল মজুমদার এতো বার বলেছি, এতো বার বলেছি শুশ্রূষা দির মতো পাঠকদের বোধহয় মুখস্থ হয়ে গেছে। তাই আজকে আর ওই পথে হাঁটছি না। বরং বুড়ো বেলার দু চার কথা বলি। আমার বুড়ো বেলা টা ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
Babul Majumder

প্রথমতঃ লেখক নয় । প্রতি লিপি সাহস দিচ্ছে তাই মনের কথা তুলে ধরতে চেষ্টা করছি মাত্র। দক্ষ লেখক লেখিকা বন্ধুদের কাছে সহায়তা চাইবো , যাতে নির্ভয়ে যা মন চায় লিখতে পারি। বয়স্কদের সাথে বক বক করার মানুষের বড়ো অভাব। আশাকরি প্রতি লিপি , ওই কষ্ট টা লাঘব করবে। ** Ex Army // বয়স 68 অতি সাধারণ মানুষ ,অতি সাধারণ জীবন যাপন করতে অভ্যস্ত। বকবক করতে ভালো লাগে।🤓🙏

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Jharna Roy
    28 ডিসেম্বর 2022
    তোর লেখার কথা নতুন করে আর কি বলব। কথায় আছে না বুদ্ধিতে বাজিমাত সেই হয়েছে তোর। যেমন তেমন করে ঘুরিয়ে ফিরিয়ে লেখার মান একটা বিশেষ জায়গায় নিয়ে আসিস। পাঠককুল গোগ্রাসে গেলার জন্য একটা তাগিদ অনুভব করে। ভগবান যা করেন মঙ্গলের জন্য একদম ঠিক। এই বেদ বাক্য মাথায় রেখে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করা সহজ হয়।
  • author
    Ratan Karmakar
    26 ডিসেম্বর 2022
    যা হবে ভালো জন্যই হবে। আপনার মধ্যে স্পোর্টিং স্পিরিট দেখে নিজেরও সেটাই ভাবতে ইচ্ছে করছে। যা হবে দেখা যাবে। কে বলতে পারে, আগামীতে কী ঘটবে। তবে আমারও আর একটু বুড়ো হাতে ইচ্ছে হচ্ছে, সিনিয়র সিটিজেন হলে বাসে হয়তো একটা সিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, যেটা এখন লটারি। খুব ভালো থাকবেন দাদা। আমার মন বলছে।
  • author
    Pranati Ganguly
    27 ডিসেম্বর 2022
    যা আসবে তাকেই তো মেনে নিতে হবে। এই তো রীতি। সব বয়সের এক যাতনা আছে। ছেলেবেলার কি কম যাতনা ছিল। এটা করোরো না ওটা কোরোনা। শাসনের বেড়াজাল ডিঙিয়ে বড়ো হয়ে ওঠা। আপনার কথা শুনে মনে হলো বিদ্যাসাগরের দামোদর নদী পার হয়ে যাওয়া। মাতৃ ভক্ত। এমনটা দেখা যায় খুব কম। ভালো লাগলো।
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Jharna Roy
    28 ডিসেম্বর 2022
    তোর লেখার কথা নতুন করে আর কি বলব। কথায় আছে না বুদ্ধিতে বাজিমাত সেই হয়েছে তোর। যেমন তেমন করে ঘুরিয়ে ফিরিয়ে লেখার মান একটা বিশেষ জায়গায় নিয়ে আসিস। পাঠককুল গোগ্রাসে গেলার জন্য একটা তাগিদ অনুভব করে। ভগবান যা করেন মঙ্গলের জন্য একদম ঠিক। এই বেদ বাক্য মাথায় রেখে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করা সহজ হয়।
  • author
    Ratan Karmakar
    26 ডিসেম্বর 2022
    যা হবে ভালো জন্যই হবে। আপনার মধ্যে স্পোর্টিং স্পিরিট দেখে নিজেরও সেটাই ভাবতে ইচ্ছে করছে। যা হবে দেখা যাবে। কে বলতে পারে, আগামীতে কী ঘটবে। তবে আমারও আর একটু বুড়ো হাতে ইচ্ছে হচ্ছে, সিনিয়র সিটিজেন হলে বাসে হয়তো একটা সিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, যেটা এখন লটারি। খুব ভালো থাকবেন দাদা। আমার মন বলছে।
  • author
    Pranati Ganguly
    27 ডিসেম্বর 2022
    যা আসবে তাকেই তো মেনে নিতে হবে। এই তো রীতি। সব বয়সের এক যাতনা আছে। ছেলেবেলার কি কম যাতনা ছিল। এটা করোরো না ওটা কোরোনা। শাসনের বেড়াজাল ডিঙিয়ে বড়ো হয়ে ওঠা। আপনার কথা শুনে মনে হলো বিদ্যাসাগরের দামোদর নদী পার হয়ে যাওয়া। মাতৃ ভক্ত। এমনটা দেখা যায় খুব কম। ভালো লাগলো।