নমস্কার বন্ধুরা,
আমি শ্রাবন্তী,
💜💙💚💛🧡
আপনাদের সবাইকে নানা রঙে রঙিন শুভেচ্ছা জানাই প্রতিলিপিতে আমার যাত্রাপথে। পড়তে ভালোবাসি, তার সঙ্গে সঙ্গেই লিখতে। আমার মনের মধ্যে কল্পনার রসে জারিয়ে মনের মতো চরিত্র আর তাদের কাহিনী বানাতে ভালোবাসি। সেই কাহিনীতে শুভবুদ্ধির জয় হোক চাই।
💜💙💚💛🧡❤
আমার লেখায় দুষ্টুমিষ্টি প্রেম, মজাদার পারিবারিক আবহের পাশেই থাকে গভীর রহস্য। সব একসঙ্গে মিলেমিশে ঘটনার ঘনঘটায় আপনারা আনন্দ পেলে, তবেই আমার সার্থকতা।
💜💙💚💛🧡❤
আদ্যন্ত রোমান্টিক, স্বপনচারিনী আমি। মনুষ্যত্বের জয়ে বিশ্বাস করি, সত্যের জয়ের অপেক্ষা করি। তাই কল্পনার সাগরে ভাসতে ভাসতে মনের মধ্যে যে কাহিনীর অনুরণন শুনি, সেখানে আমার গল্পের চরিত্ররা বসন্তের নবপল্লবের মতো নতুন করে বাঁচার পথ খুঁজে নেয়, জীবনের সৌরভ ছড়িয়ে দেয়।
💜💙💚💛🧡❤
আপনাদের সকলের সাহায্য পেলে আমার যাত্রাপথ সহজ হবে। প্রতিলিপির সকল লেখক/লেখিকা, পাঠক/পাঠিকা আমাকে সাহায্য করবেন জানি। তাই আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম সবাইকে।
💜💙💚💛🧡❤
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়