লেখার ইচ্ছা ষোলো আনা থাকলেও, সময় চারআনাও জোগাড় করে ওঠা হয় না। পাঠকদেরও তেমনই হয় বলে আমি জানি। তবু সোস্যাল মিডিয়ার প্ররোচনামূলক আলোচনার বাইরেও আমরা লেখক পাঠক এর এই যে এক আলাদা জগৎ তৈরি হয়েছে, সেও কম সুন্দর অনুভূতি নয়। মন খুলে লেখা যায় আর যেটা খুশি পড়া যায়। এত ব্যস্ততার মধ্যেও যাঁরা আমার এই সামান্য লেখা কটি পরছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। শুধু একটাই অনুরোধ, যদি কোনও লেখা শেষ অব্দি পড়েন, তবে লেখার শেষে আপনার যথার্থ মতামতটি জানাবেন। প্রশংসা এবং সমালোচনা, এই দুটিই লেখকের পাথেয়।
ধন্যবাদান্তে
সুদীপ্ত ঠাকুর
রিপোর্টের বিষয়