pratilipi-logo প্রতিলিপি
বাংলা

প্রতিলিপির হাত ধরে সাফল্যর খোঁজ

5
168

নমস্কার, আমি রাই ঘোষ। আপনারা অনেকেই আমায় চেনেন আবার অনেকে চেনেন না। আজ এসেছি আমাকে একটু চেনাতে আর একটু গল্প করতে। ছোটো থেকেই ইন্ট্রোভার্ট, কথা বলতে ভীষণ ভয়। আমার সব কথা, হয় রঙ তুলিতে, না হয় ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
কনক (রাই)

আমি কিছুটা খামখেয়ালি,😋 আড়ালে থাকতে ভালোবাসি।🙈 কখনো দুস্টু, কখনো মিষ্টি, কখনো মহা পাজি... 😁 আমি কিছুটা অভিমানী..🥺 রাগটা আমার বেশি 😡। কখনো রিক্ত, কখনো পরিপূর্ণ 😇 কখনো আবার কষ্টের আঁধারের শিশি। 😭 আমি কিছুটা স্বপ্ন বিলাসী। স্বপ্ন দেখতে ভালোবাসি 😍। কখনো বিচূর্ণ, কখনো বিদূর্ণ 💔 তবু মনের জোরে হাসি.. 😃

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Ratna Banerjee
    14 অগাস্ট 2023
    অনেক ধন্যবাদ আপনাকে🎉 ,আপনার অনেক লেখাই আমি পড়েছি , খুব সুন্দর লেখেন আপনি 😊 আমি একজন পাঠিকা মাত্র ,বিভিন্ন ধরনের গল্প পড়তে ভালোলাগে , আগে লাইব্রেরী থেকে বই এনে পড়তাম ,নেশার মতোই ছিলো ,শেষ না হওয়া অবদি ছাড়তাম না ,এমনকি বিয়ের পরেও এই অভ্যাস টা ছাড়তে পারিনি , আস্তে আস্তে দিন পাল্টালো , ডিজিটাল যুগ এলো , পাড়ার লাইব্রেরী বন্ধ হলো কিছু মানুষের ব্যক্তিগত মনোমালিন্য ,তখন খুব খারাপ লাগতো , তারপর হতে পেলাম স্মার্ট ফোন আর সাথে " প্রতিলিপি " অ্যাপ ,আর আমায় পায় কে , আমার সারাদিন এখন কাজের সময় টুকু বাদ দিয়ে এখানেই কেটে যায় , এমনও হয় যে ফোন এলে ধরিনা , গল্প পড়ার ডিস্টার্ব হবে বলে , বেচেঁ থাকুক প্রতিলিপি আমাদের মত পাঠিকা দের জন্য ।
  • author
    Indrani Deb
    14 অগাস্ট 2023
    khubbbbbbbbb সুন্দর লিখেছো, সবথেকে বড় কথা কি জানো , মানুষ যার থেকে সুবিধা পায় সাফল্য এলে তাকে ভুলে যায়, কিন্তু তুমি মনে রেখেছো, প্রতিটা দিন প্রতিটা পলের কথা, এটাই তোমার উদার মনের পরিচয়, লেখক তো তুমি অবশ্যই ভালো তবে তোমার মনের ইচ্ছা পূরণ হোক, সময়ে সঙ্গে তোমার লেখা আরো পরিনতি পাক আর বহু মানুষের কাছে পৌঁছে যাক এই কামনা করি, অনেক অনেক ভালোবাসা তোমাকে ♥️♥️♥️♥️♥️♥️♥️ ইদানিং প্রতিলিপি নতুন নিয়ম এনেছে, যার জন্যে সব পর্ব ১৫ এর পর থেকে লক হয়ে গেছে , খুলে খুলে আসছি,তাই তোমার চলমান গল্পের কারেন্টে পর্ব পড়তে পড়ছি না, শুধু তোমার নয় সব লেখিকাদের ক্ষেত্রেই হচ্ছে, এটা একটা বড়ো সমস্যা, একজনের লেখা তো আমি ১০৩ অবধি পড়েছি কিন্তু হটাৎ ১৫ থেকে লক, ভাবো, কতদিন অপেক্ষা করতে হবে, অনেকে বলছে কয়েন দিয়ে খুলতে , কিন্তু পড়া পর্ব কয়েন দিয়ে খুলতে ইচ্ছা করে? তাই অপেক্ষা
  • author
    14 অগাস্ট 2023
    খুব ভালো লাগলো দিদিভাই। আমিও তোমার মতোই বই এর ভক্ত, কোনোদিনও ভাবিনি আমার দ্বারা লেখালেখি সম্ভব হবে! ছোটোবেলার অগোছালো লেখা লিখতে লিখতে কখন যে মনের সুপ্ত প্রতিভা বিকাশ পেলো জানি না! অবশ্য আমি খুব একটা ভালো লিখতে পারি না,ওই অগোছালো লেখা বলে যাকে! তোমার মতোই আমি অন্তর্মূখী তাই মনের কথা বুঝতে দিইনা কাওকে,যা ওই কলমের স্পর্শেই তুলে ধরি। যাইহোক, তোমার মতো প্রতিবাদী ও সবাইকে একসাথে নিয়ে থাকতে জানা দিদিভাই আমি খুব কমই দেখেছি প্রতিলিপিতে। তুমি আমার জন্য কি কি করেছো সব মনে আছে! আমার জন্য যে প্রতিবাদটা করেছিলে তার জন্য তোমাকে ভালবাসি অনেক। খুব খুব খুব ভালো থেকো দিদিভাই,আর অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য।❤️😌
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Ratna Banerjee
    14 অগাস্ট 2023
    অনেক ধন্যবাদ আপনাকে🎉 ,আপনার অনেক লেখাই আমি পড়েছি , খুব সুন্দর লেখেন আপনি 😊 আমি একজন পাঠিকা মাত্র ,বিভিন্ন ধরনের গল্প পড়তে ভালোলাগে , আগে লাইব্রেরী থেকে বই এনে পড়তাম ,নেশার মতোই ছিলো ,শেষ না হওয়া অবদি ছাড়তাম না ,এমনকি বিয়ের পরেও এই অভ্যাস টা ছাড়তে পারিনি , আস্তে আস্তে দিন পাল্টালো , ডিজিটাল যুগ এলো , পাড়ার লাইব্রেরী বন্ধ হলো কিছু মানুষের ব্যক্তিগত মনোমালিন্য ,তখন খুব খারাপ লাগতো , তারপর হতে পেলাম স্মার্ট ফোন আর সাথে " প্রতিলিপি " অ্যাপ ,আর আমায় পায় কে , আমার সারাদিন এখন কাজের সময় টুকু বাদ দিয়ে এখানেই কেটে যায় , এমনও হয় যে ফোন এলে ধরিনা , গল্প পড়ার ডিস্টার্ব হবে বলে , বেচেঁ থাকুক প্রতিলিপি আমাদের মত পাঠিকা দের জন্য ।
  • author
    Indrani Deb
    14 অগাস্ট 2023
    khubbbbbbbbb সুন্দর লিখেছো, সবথেকে বড় কথা কি জানো , মানুষ যার থেকে সুবিধা পায় সাফল্য এলে তাকে ভুলে যায়, কিন্তু তুমি মনে রেখেছো, প্রতিটা দিন প্রতিটা পলের কথা, এটাই তোমার উদার মনের পরিচয়, লেখক তো তুমি অবশ্যই ভালো তবে তোমার মনের ইচ্ছা পূরণ হোক, সময়ে সঙ্গে তোমার লেখা আরো পরিনতি পাক আর বহু মানুষের কাছে পৌঁছে যাক এই কামনা করি, অনেক অনেক ভালোবাসা তোমাকে ♥️♥️♥️♥️♥️♥️♥️ ইদানিং প্রতিলিপি নতুন নিয়ম এনেছে, যার জন্যে সব পর্ব ১৫ এর পর থেকে লক হয়ে গেছে , খুলে খুলে আসছি,তাই তোমার চলমান গল্পের কারেন্টে পর্ব পড়তে পড়ছি না, শুধু তোমার নয় সব লেখিকাদের ক্ষেত্রেই হচ্ছে, এটা একটা বড়ো সমস্যা, একজনের লেখা তো আমি ১০৩ অবধি পড়েছি কিন্তু হটাৎ ১৫ থেকে লক, ভাবো, কতদিন অপেক্ষা করতে হবে, অনেকে বলছে কয়েন দিয়ে খুলতে , কিন্তু পড়া পর্ব কয়েন দিয়ে খুলতে ইচ্ছা করে? তাই অপেক্ষা
  • author
    14 অগাস্ট 2023
    খুব ভালো লাগলো দিদিভাই। আমিও তোমার মতোই বই এর ভক্ত, কোনোদিনও ভাবিনি আমার দ্বারা লেখালেখি সম্ভব হবে! ছোটোবেলার অগোছালো লেখা লিখতে লিখতে কখন যে মনের সুপ্ত প্রতিভা বিকাশ পেলো জানি না! অবশ্য আমি খুব একটা ভালো লিখতে পারি না,ওই অগোছালো লেখা বলে যাকে! তোমার মতোই আমি অন্তর্মূখী তাই মনের কথা বুঝতে দিইনা কাওকে,যা ওই কলমের স্পর্শেই তুলে ধরি। যাইহোক, তোমার মতো প্রতিবাদী ও সবাইকে একসাথে নিয়ে থাকতে জানা দিদিভাই আমি খুব কমই দেখেছি প্রতিলিপিতে। তুমি আমার জন্য কি কি করেছো সব মনে আছে! আমার জন্য যে প্রতিবাদটা করেছিলে তার জন্য তোমাকে ভালবাসি অনেক। খুব খুব খুব ভালো থেকো দিদিভাই,আর অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য।❤️😌