১ - ওই যে দূরের টিলাটা দেখছ, ওটা প্রাকৃতিক বলে মনে হলেও আসলে ওটা মানুষেরই তৈরী। শোনা যায় রাজা প্রশান্তচন্দ্র ওই টিলাটাকে স্থাপন করেছিলেন ওর উপরে উঠে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য। আসলে ...
গল্প/কবিতা পড়া সেই ছোটবেলা থেকেই নেশার মত হয়ে দাঁড়িয়েছে। একটা লাইব্রেরী আর অন্নসংস্থান হয়ে গেলেই সেখানেই সারাজীবন কাটিয়ে দিতে পারতাম। আপাতত জীবিকার প্রয়োজনে যাযাবর। তাই অনলাইনে পড়ে আর লিখে মনের অন্নসংস্থান।
সারাংশ লিখুন
গল্প/কবিতা পড়া সেই ছোটবেলা থেকেই নেশার মত হয়ে দাঁড়িয়েছে। একটা লাইব্রেরী আর অন্নসংস্থান হয়ে গেলেই সেখানেই সারাজীবন কাটিয়ে দিতে পারতাম। আপাতত জীবিকার প্রয়োজনে যাযাবর। তাই অনলাইনে পড়ে আর লিখে মনের অন্নসংস্থান।
রিপোর্টের বিষয়