আমি উত্তরবঙ্গের একটি শহরে থাকি, সেখানেই একটি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করি।ছোট বয়স থেকেই আমার বই পড়ার নেশা ছিল।তারপর কখন যে লিখতে শুরু করি নিজেও জানি না, সবই ছিল মেয়েবেলার মনের কল্পনার আঁকিবুকি।মাঝে বেশ কিছু বছর নানা ঝামেলায় ছেদ পড়ে যায় লেখায়।তারপর আবার লেখালেখি শুরু করি দুই হাজার চার সাল থেকে, তবে সবটুকুই ছিল ডাইরির পাতায় বন্দী হয়ে।এখন প্রতিলিপির কল্যাণে তারা উড়তে পেরেছে।ধন্যবাদ আমার পাঠকদের, তাঁরাই এখন আমার লেখার প্রেরণা।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়