জন্ম ২৬শে আগস্ট পশ্চিমবঙ্গের মালদা জেলায়। পিতা স্বর্গীয় বীরেন্দ্র কুমার দাস। মাতা স্বর্গীয়া সিন্ধু দাস। পড়াশোনা সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। তারপর কোলকাতায়। কর্ম সূত্রে দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রদেশে থাকতে হয়েছে।
বর্তমানে মুম্বাইতে থাকেন। ছোটবেলা থেকেই ছড়ানো ছিটানো লেখার অভ্যেস ছিলো কিন্তু সেই লেখার অনেকটা অংশ ধরে রাখতে পারেননি। ইদানীং আবার রোজকার পুজো আর্চার মত লেখা শুরু করেছেন। বিভিন্ন ছোট বড় পত্র পত্রিকায় তাঁর কবিতা / গল্প প্রকাশ পেয়েছে।
প্রকাশিত একক কাব্যগ্রন্থঃ
এখন আমি একা / জরায়ুজ / নিকুচি করেছে কবিতা /কবির শেষপাতা / তবু ভালো দুঃখ দিও (গীতিকবিতা) / জীর্ণ ব্যথার মুখবন্দী কথা / বিকাশ
দাসের নির্বাচিত কবিতা / ঈশ্বর এবার খেটে খা / মৃত্যুর জন্য কবিতা দায়ী।
রিপোর্টের বিষয়