সমাজের সাথে বন্ধুতা গড়ে ওঠেনি বলে কি–
সমাজকে দুষবে?
কখনই না,
এই সমাজ-ই তো আমাকে শিখিয়েছে সামাজিক হতে...
তাইতো এখনও একা হওয়ার শখ জাগে-
নিয়ম করে লিখব বলে, কলমটাকে জড়িয়ে রাখব বলে।।
লিখতে এবং বিভিন্ন খাতের মানুষের মননকে বিশ্লেষণ করতে খুব ভালোবাসি, বাস্তবতাকে বর্ণনা করতে ভালোলাগে। প্রকাশিত কাব্যগ্রন্থ-"কবিতার মূর্চ্ছনা" এবং গল্পগ্রন্থ -" যাপন" এছাড়া অনেক পত্রপত্রিকায় লিখে থাকি।
❝কবিতা বাসা-অঙ্কিতা মজুমদার❞ নামে আমার একটি ফেসবুক পেজ এবং ইউ টিউব চ্যানেল আছে, সেখানে আমার কিছু কবিতার যাপন এবং আমার গাওয়া গান আছে মাঝে মাঝে মন ভালো করার জন্য চলে যেতেই পারেন সেখানে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়