পার্থ প্রতিম গুহ নিয়োগী ।
পিতা পৃথ্বীশ কুমার গুহ নিয়োগী ছিলেন প্রাক্তন সামরিক কর্মী এবং পেশায় ইঞ্জিনিয়ার। সেই পদাঙ্ক অনুসরণ করে লেখক marine ইঞ্জিনিয়ারিং পাস করেন। তার অধীত কারিগরি বিদ্যার সহিত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের স্নাতকও। এছাড়া তিনি ICFAI University হইতে এম বি এ ( অর্থ ) লইয়া প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তার মাতা বেবি গুহ নিয়োগী অত্যন্ত অল্প বয়সে প্রয়াত হন। তাই পিতামাতার জ্যৈষ্ঠ সন্তান হওয়ায়
জীবন যুদ্ধে তাকে অত্যন্ত অল্প ব্য়স থেকে নিয়োজিত হতে হয়। কর্মজীবনের বেশির ভাগটাই বিদেশ ভ্রমনে কেটে যায়। লেখক ২৩শে নভেম্বর,১৯৫৯ সালে কলকাতায় জন্ম গ্রহণ করেন।ওনার জেঠামশাই শৈলেশ গুহ নিয়োগী বাংলা ভাষার কৌতুক নাট্য রচনার ক্ষেত্রে বহুল পরিচিত একটি নাম বাংলা সাহিত্যে।
শিক্ষা-জীবনঃ যাদবপুর বিদ্যাপীঠ বিদ্যালয় হইতে হায়ার সেকেন্ডারি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হইতে বি এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করিয়া জাহাজ কোম্পানিতে চাকরি করেন। কর্মরত অবস্থায় ICFAI বিশ্ববিদ্যালয় হইতে MBA (FINANCE )পরীক্ষায় উত্তীর্ণ হন।
পেশাঃ CHARTERED ইঞ্জিনিয়ার, এছাড়া ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস ও বীমা বিষয়ে CERTIFIED কনসালটেন্ট। অবসর গ্রহণের পূর্বে INDIA STEAMSHIP কোম্পানির আধিকারিক পদে ছিলেন। এছাড়া AMIMARE (I),MRINA (UK), MIE, M.I.INST.W,MIET(UK),MIMA, FIIMM যোগ্যতা লাভ করেন বিভিন্ন পেশাদারী সংস্থার থেকে।
পছন্দঃ খেলাধুলা, বই পড়া ও সাহিত্য চর্চা করা।
পুরস্কারঃ বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠন ও সাহিত্য পত্রিকা থেকে অসংখ্য সম্মাননা স্মারক পেয়েছেন।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়