<p>শ্রী মণিময় দত্ত, একজন প্রবীণ সাহিত্যিক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা, গল্প,উপন্যাসধর্মী গল্প ও উপন্যাস লিখে এসেছেন ও লিখছেন। ব্যক্তিজীবনে তিনি উচ্চশিক্ষিত ও সর্বভারতীয় সংস্থা এল ,আই, সি র পদস্থ আধিকারিক ( ডিভিশ্যনাল মেনেজার) ছিলেন। </p>
<p> অবসরপ্রাপ্ত হয়ে বীমা সংক্রান্ত, ব্যাবস্থাপনা ও আর্থিক সংক্রান্ত বিষয়ের অধ্যাপনায় জড়িত রয়েছেন এবং ঐ সংক্রান্ত বই লিখেছেন ও প্রকাশিত হয়েছে এবং বাজারে চলছে। একই সাথে তার সাহিত্য সংক্রান্ত বইও প্রকাশিত হয়। গল্প,কবিতা, রম্যরচনা, প্রবন্ধ এবং উপন্যাস সাহিত্যের সর্বক্ষেত্রে তার অবাধ বিচরণ অব্যাহত। তার প্রকাশিত ও যন্ত্রস্থ বইঃ১) বিদেশ ও বিদেশিনী(উপন্যাস) ২) স্বদেশ ও বিদেশিনী (উপন্যাস) ৩) শুরু থেকে শেষ (উপন্যাস) ৪)এপার বাংলা ওপার বাংলা (উপন্যাস)৫) বিচিত্রা ( কবিতা সঙ্কলন) ৬) অসময়ের ফুল (উপন্যাস - যন্ত্রস্থও) ৭) গল্প সংগ্রহ (যন্ত্রস্থ)। তিনি নিয়মিত গল্প কবিতা উপন্যাস লিখেই চলেছেন।</p>
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়