জীবন বড়ই অদ্ভুত,বিচিত্র অভিজ্ঞতার সম্ভার।জীবনের যাত্রাপথে প্রতি মুহূর্তে বিভিন্ন অভিজ্ঞতা লাভ হয়।দৃষ্টিভঙ্গি বদলায়।কত ভাবনা এলোমেলো ভিড় করে মনে।লেখিকা নই আমি।মনের শান্তি আর প্রাণের আনন্দ একমাত্র লেখাতেই মেলে।তবু কখনও কারো ভালো লাগলে আনন্দ হয় মনে।প্রশংসা বা সমালোচনা,সত্যি বলতে দু'টোতেই বেশ উৎসাহ পাই।লেখায় পাওয়া সুন্দর রিভিউগুলো আমার চলার পথে বিশেষ প্রাপ্তি।
সারাংশ লিখুন
জীবন বড়ই অদ্ভুত,বিচিত্র অভিজ্ঞতার সম্ভার।জীবনের যাত্রাপথে প্রতি মুহূর্তে বিভিন্ন অভিজ্ঞতা লাভ হয়।দৃষ্টিভঙ্গি বদলায়।কত ভাবনা এলোমেলো ভিড় করে মনে।লেখিকা নই আমি।মনের শান্তি আর প্রাণের আনন্দ একমাত্র লেখাতেই মেলে।তবু কখনও কারো ভালো লাগলে আনন্দ হয় মনে।প্রশংসা বা সমালোচনা,সত্যি বলতে দু'টোতেই বেশ উৎসাহ পাই।লেখায় পাওয়া সুন্দর রিভিউগুলো আমার চলার পথে বিশেষ প্রাপ্তি।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়