আজ লিখছি আমার বাবার কথা।বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন।বাবা মানে রমেশ চন্দ্র গোস্বামী sahebnagar আছেন জেনে পুলিশ এলো।বাবার এক অনুচর খবর দিল।জলঙ্গি নদীতে নৌকো নিয়ে ওপারে চলে গেলেন।পুলিশ ও নৌকো নিয়ে ওপারে গেলো।বাবা কোনোভাবে পালাতে না পেরে নিজের ধুতি ব্যাগ সব এক চাষী কে দিয়ে বললো ,তোমার গামছা আর মাথাল আমাকে দাও।আর তুমি আমার জামা কাপড় পরে রাস্তা দিয়ে হেঁটে যাও।বাবা খুব পরিচিত ছিল।তাই কথামত কাজ হলো।বাবা গামছা পরে মাথল বা টেকো মাথায় দিয়ে জমিতে নিরানি দিতে বসে গেলো।পুলিশ এলো ।পুলিশ টেকো মাথায় নিরানী করছিল যে তাকেই জিজ্ঞেস করলো ," এখান দিয়ে কাউকে মানে রমেশ গোস্বামী কে যেতে দেখেছ? মুনিস উত্তর দিল" হ্যাঁ বাবু ওকে তো ঐদিকে যেতে দেখলাম"। যেদিকে দেখালো তার উল্টোদিকে চলে গেলো রমেশ গোস্বামী অবশ্যই জামাকাপড় পাল্টে।এভাবে কতবার যে কতভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছিল তার দিন খনের কোনো হিসেব নেই।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়