সাইফুল ইসলাম সবুজ। প্রকৃতির লীলানিকেতন ছায়ামায়ায় সুনিবিড় শান্তির নীড় হতে উঠে আসা এক সুপ্ত প্রতিভার নাম । যিনি একাধারে লিখে চলেছেন ছোট গল্প, কবিতা, উপন্যাস। বিভিন্ন জাতীয় দৈনিকে তাঁর বেশ কিছু ছোট গল্প, কবিতা ছাপা হয়েছে। “নিয়তির নির্মম পরিহাস”। তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস। এ উপন্যাসের মাধ্যমে তিনি এরই মধ্যে পাঠক-পাঠিকাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সাহিত্যে অনন্য অবদান রাখার জন্য তাকে দেওয়া হয়, “ছায়ানীড় সাহিত্য পুরস্কার-২০০০”। সাদা বেনারশী বিয়োগাত্বক কাহিনী নিয়ে লেখা তাঁর দ্বিতীয় উপন্যাস। আশা করি আপনাদের এ হৃদয়স্পর্শী উপন্যাসখানি ভাল লাগবে। আপনাদের অকৃত্রিম ভালবাসা পেলে সাহিত্য জগতে লেখকের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস।
রিপোর্টের বিষয়