pratilipi-logo প্রতিলিপি
বাংলা

সাধারণ মেয়ে

4.5
78

উঠোন চাই না, এক কুঁড়েঘর মাথা গোঁজার ঠাঁই ; প্রীতি না পাই, এক সাদা-বর জ্যোৎস্নায় রোশনাই । স্বার্থ তো নয়, শর্ত থাকুক বিশ্বাসে ভরপুর ; অর্থ তো নয়, ধুমসে বাজুক হারানো দিনের সুর । নদী না থাক, ছোট্র পুকুর ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
করিম সরকার

শ্মশানে রোজ-ই পুড়ছে মড়া // বিভেদ শুধু পুড়ছে সাথে - আবেগ বিবেক চিন্তাধারা // দু‘চোখে আমার প্রখর সূর্যদাহ // দাবানলে পুড়ছে সাদা মনের কেহ কেহ ।।------- অতি সাধারণ, তাই অসাধারণ কিছু খুঁজি না । গড়তে ভালোবাসি, ভাঙ্গতে নয় । জানি, গড়তে গড়তে নিজেও একদিন ভেঙ্গে যাব ।-----এরপর অন্য যা পরিচয় আছে, সব মিথ্যে ।।

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Niharika Sarkar
    05 নভেম্বর 2018
    "উঠোন চাই না, এক কুঁড়েঘর মাথা গোঁজার ঠাঁই ; প্রীতি না পাই, এক সাদা-বর জ্যোৎস্নায় রোশনাই । স্বার্থ তো নয়, শর্ত থাকুক বিশ্বাসে ভরপুর ; অর্থ তো নয়, ধুমসে বাজুক হারানো দিনের সুর । বিত্ত বৈভব ছাড়াই জীবন ভালবাসার এক অভাবনীয় সুখের উজ্জীবন নিয়ে শুরু হয়েছে কবিতার প্রারম্ভিকা......অপূর্ব সুন্দর "আকাশ না পাই, একখন্ড মেঘ উড়ুক মাথার‘পরে ; বাতাস না থাক, অঘোর আবেগ ভাসুক এ সংসারে । প্রাপ্তি না হোক, অনেক সাধের সব অবসাদ কুড়াই ; গোপন রেখো, ভাঙ্গা বাঁধের দুঃখগুলো কষ্ট দিয়ে জুড়াই ।" আমাদের মধ্য বিত্তের শেষ ভরসা এখানেই। চেয়েছিলাম অনেক কিছুই হলো না শেষে। তবু তুমি তো আছ, এই সবকিছু, এই আমার বিত্তশালী বৈভব। দারুণ এক সান্ত্বনার উজ্জীবনের গান গেয়েছেন কবি। অমায়িক সুন্দর কাব্যিক উপস্থাপন করেছেন কবি । আন্তরিক শুভেচ্ছা।
  • author
    Anil Bagochi
    14 নভেম্বর 2018
    "আকাশ না পাই, /একখন্ড মেঘ উড়ুক মাথার‘পরে ; /বাতাস না থাক,/ অঘোর আবেগ ভাসুক এ সংসারে ।/ প্রাপ্তি না হোক, অনেক সাধের/ সব অবসাদ কুড়াই ;/ গোপন রেখো, ভাঙ্গা বাঁধের দুঃখগুলো কষ্ট দিয়ে জুড়াই ।"-----------বলার ভাষা হারিয়ে ফেলেছি সরকার । সবজান্তা শব্দটা কিভাবে অভিধানে এলো তা আজ বুঝতে পারছি । একজন সাধারণ মেয়ে চরিত্রে কী ভীষণ রকম অভিনয় করে গেলেন । মুগ্ধ ।
  • author
    MR AKASH
    06 নভেম্বর 2018
    বহুদিন পর একটা লেখা পড়ে মনটা যেন আপন মনেই বলে উঠলো যে না এটা কোনও লেখা নয়, বরং কবিতা। নাহলে আজকালকার সব লেখক লেখিকারাই তো এমন সব লাইন লেখে, যেগুলি না যায় পড়া, আর না থাকে আভ‍্যন্তরীন অর্থ। খুব ভালো লাগলো। ভালো থাকবেন। শুভ দীপাবলি।
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    Niharika Sarkar
    05 নভেম্বর 2018
    "উঠোন চাই না, এক কুঁড়েঘর মাথা গোঁজার ঠাঁই ; প্রীতি না পাই, এক সাদা-বর জ্যোৎস্নায় রোশনাই । স্বার্থ তো নয়, শর্ত থাকুক বিশ্বাসে ভরপুর ; অর্থ তো নয়, ধুমসে বাজুক হারানো দিনের সুর । বিত্ত বৈভব ছাড়াই জীবন ভালবাসার এক অভাবনীয় সুখের উজ্জীবন নিয়ে শুরু হয়েছে কবিতার প্রারম্ভিকা......অপূর্ব সুন্দর "আকাশ না পাই, একখন্ড মেঘ উড়ুক মাথার‘পরে ; বাতাস না থাক, অঘোর আবেগ ভাসুক এ সংসারে । প্রাপ্তি না হোক, অনেক সাধের সব অবসাদ কুড়াই ; গোপন রেখো, ভাঙ্গা বাঁধের দুঃখগুলো কষ্ট দিয়ে জুড়াই ।" আমাদের মধ্য বিত্তের শেষ ভরসা এখানেই। চেয়েছিলাম অনেক কিছুই হলো না শেষে। তবু তুমি তো আছ, এই সবকিছু, এই আমার বিত্তশালী বৈভব। দারুণ এক সান্ত্বনার উজ্জীবনের গান গেয়েছেন কবি। অমায়িক সুন্দর কাব্যিক উপস্থাপন করেছেন কবি । আন্তরিক শুভেচ্ছা।
  • author
    Anil Bagochi
    14 নভেম্বর 2018
    "আকাশ না পাই, /একখন্ড মেঘ উড়ুক মাথার‘পরে ; /বাতাস না থাক,/ অঘোর আবেগ ভাসুক এ সংসারে ।/ প্রাপ্তি না হোক, অনেক সাধের/ সব অবসাদ কুড়াই ;/ গোপন রেখো, ভাঙ্গা বাঁধের দুঃখগুলো কষ্ট দিয়ে জুড়াই ।"-----------বলার ভাষা হারিয়ে ফেলেছি সরকার । সবজান্তা শব্দটা কিভাবে অভিধানে এলো তা আজ বুঝতে পারছি । একজন সাধারণ মেয়ে চরিত্রে কী ভীষণ রকম অভিনয় করে গেলেন । মুগ্ধ ।
  • author
    MR AKASH
    06 নভেম্বর 2018
    বহুদিন পর একটা লেখা পড়ে মনটা যেন আপন মনেই বলে উঠলো যে না এটা কোনও লেখা নয়, বরং কবিতা। নাহলে আজকালকার সব লেখক লেখিকারাই তো এমন সব লাইন লেখে, যেগুলি না যায় পড়া, আর না থাকে আভ‍্যন্তরীন অর্থ। খুব ভালো লাগলো। ভালো থাকবেন। শুভ দীপাবলি।